প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ‘টাগ অফ ওয়ার’ এবার বাংলাদেশে
দড়ি টেনেই বাজিমাত। বাংলায় খেলাটিকে বলে দড়ি টানাটানি। বিশ্বব্যাপী পরিচিত ‘টাগ অব ওয়ার’ নামে। সম্প্রতি ঐতিহাসিক ক্রীড়া ইভেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। নেপাল টাগ অফ ওয়ার ফেডারেশন দলের দুটি প্রতিনিধিদল ঢাকার দুটি দলের বিপরীতে অংশগ্রহণ করে।
টাগ অফ ওয়ার এসোসিয়েশন নেপাল ও ঢাকা ক্লাব লিমিটেডের সহযোগিতায় টাগ অফ ওয়ার ফেডারেশন বাংলাদেশের আয়োজনে দুই দেশের মধ্যে এই ফ্রেন্ডলি টুর্নামেন্টটি প্রথমবারের বাংলাদেশে আয়োজন করা হয়েছে। যার শিরোনাম ছিল ‘নেপাল টাগ অফ ওয়ার ফ্রেন্ডশিপ ট্যুর টু বাংলাদেশ ২০২৩।’
নেপাল জাতীয় দল এবং ঢাকা ক্লাব লিমিটেডের টাগ অফ ওয়ার দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিটি দল ৮ জন খেলোয়াড় নিয়ে মোট ৬৪০ কেজি ওয়েট নিয়ে গঠিত হয়। পরপর ৩ রাউন্ড খেলার প্রথম দুটিতে নেপাল জয়ী হয় এবং ৩য় রাউন্ডে ঢাকা ক্লাব নেপালকে পরাজিত করে। এর মধ্য দিয়ে ঢাকা ক্লাব লিমিটেডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের সাথে নেপাল চ্যাম্পিয়ন ও ঢাকা ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) সারাদেশে খেলাধুলার প্রচার ও প্রসারের কথা বলেন, ঢাকা ক্লাব সবসময় যেকোন ধরনের খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে। ক্রীড়া মাঠই তরুণদের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক আলোর মশাল জ্বালিয়ে দেওয়ার সবচেয়ে নিরাপদ প্লাটফর্ম। শুধুমাত্র খেলাধুলা তরুণ প্রজন্মকে একটি চমৎকার উপায়ে বেড়ে উঠতে সাহায্য করতে পারে।’
‘টাগ অফ ওয়ার এমন একটি খেলা যার মাধ্যমে আমরা শক্তিশালী বাহু তৈরি করতে পারি এবং টাগ অফ ওয়ার এর সামগ্রিক খেলার প্রভাব সহজেই আমাদের শরীরে শক্তি তৈরি করতে পারে’
তিনি আশা প্রকাশ করেন খুব অচিরেই টাগ অফ ওয়ার খেলাটি বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠবে। অনুষ্ঠানটি পরিচালনাকারী আহসানুল আলম কিশোর তার বক্তৃতায় বলেন, ‘আমরা সবাই কম বেশি দড়ি টানাটানি করেছি বা দেখেছি। এই খেলাটি ও তার ব্যতিক্রম কিছু নয়। শুধু কিছু নিয়মের মধ্য দিয়ে এটি খেলতে হয়। সকাল থেকেই অনুষ্ঠানের প্রধান অতিথি এই আয়োজনের ব্যাপারে আগ্রহের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা মূলত ক্লাবের তরুণ সদস্যদের এবং আয়োজকদের উৎসাহিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে এই ইভেন্টের মূল উদ্যোক্তা এবং টাগ অফ ওয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাফিজউদ্দিন মুন্না বাংলাদেশে টাগ অফ ওয়ার এর বাংলাদেশে যাত্রা সম্পর্কে বক্তব্য রাখেন। সারাদেশে এই খেলাটি অচিরেই খুব জনপ্রিয় করতে ও ছড়িয়ে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
এর আগে নেপাল ওয়ার অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মনোরথ শাহ’র যোগাযোগের মাধ্যমে নেপালের দুটি টিম ৭ নভেম্বর বাংলাদেশে আসে এবং তারা বনানী সোসাইটি লিমিটেড খেলার মাঠে একটি কর্মশালা ও প্রশিক্ষণ পরিচালনা করেন। পরে পূর্বাচলের লেক পুরী ক্রিকেট মাঠে টুর্নামেন্টর প্রথম খেলায় নেপাল থেকে আগত ৬৫০ কেজির দুটি দল ও বাংলাদেশ থেকে ৬৫০ কেজির ঢাকার একটি দল ও ঢাকা ক্লাব এর একটি দল অংশগ্রহণ করে।
ঢাকা ক্লাব ক্রিকেট এর আহ্বায়ক ও টাগ অব ওয়ার ফেডারেশন বাংলাদেশের আহ্বায়ক রিজওয়ান বিন ফারুক বলেন, ‘টাগ অফ ওয়ার এমন একটি খেলা যার মাধ্যমে আমরা শক্তিশালী বাহু তৈরি করতে পারি এবং টাগ অফ ওয়ার এর সামগ্রিক খেলার প্রভাব সহজেই আমাদের শরীরে শক্তি তৈরি করতে পারে।’ তিনি এই খেলার মাধ্যমে নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির নতুন সেতুবন্ধনের কথাও উল্লেখ করেন।
এই বেঞ্চমার্ক স্পোর্টস ইভেন্টে বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ড. মাহফুজ আনাম, নেপালের শিক্ষা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শ্রী ধীরেন্দ্র প্রসাদ শর্মা, শহিদুল ইসলাম হাওলাদার, ডিরেক্টর ইন চার্জ কালচার, টুর-ট্রাভেলস, ক্রিকেট ও আইটি ঢাকা ক্লাব লিমিটেড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ক্লাব ক্রিকেট এবং টাগ অব ওয়ার ফেডারেশন বাংলাদেশের আহ্বায়ক রিজওয়ান বিন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন টাগ অফ ওয়ার বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকা ক্লাবের সম্মানিত সদস্য ডা. আহসানুল আলম কিশোর, ঢাকা ক্লাব লি. এর সদস্য মোস্তফা মাহবুব আওলাদ সানি, মো. আসিফ সহ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোমেন প্রান্ত, অ্যাডভোকেট মাহমুদুল হাসান এবং এই আয়োজনের মূল উদ্যোক্তা হাফিজউদ্দিন মুন্না প্রমুখ।
আয়োজনে সহযোগী পার্টনার হিসাবে ঢাকা ক্লাব লিমিটেড ছাড়াও দেওয়ান জুয়েলার্স, স্টুডেন্টশিপলাইন ডটকম, এশিয়ান টাগ অফ ওয়ার ফেডারেশন, ইন্টারন্যাশনাল টাগ অফ ওয়ার ফেডারেশন যুক্ত ছিল।