প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৪:০৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২২:৫১ পিএম
লড়াইটা সেমিফাইনালের। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ব্যাট হাতে ধুঁকছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কোনোমতে ১৩৯ রান সংগ্রহ করেছে আফ্রিকার দল।
তিন রানের জন্য ফিফটির দেখা পাননি হেনরিখ ক্লাসেন। ৪৭ রানে ফিরে গেছেন এ তারকা ব্যাটার। তবে ঠিকই ফিফটির দেখা পেয়েছেন ডেভিড মিলার (৫৯* ব্যাটিং)। দুজনের ব্যাটিংয়েই শতরান পেরিয়েছে টেম্বাব বাভুমারা। দুজনের বাইরে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল এইডেন মার্করাম। তার ব্যাট থেকে এসেছে ১০ রান। বাকি ব্যাটাররা আছেন সিঙ্গেল ডিজিট নিয়ে।
বৃষ্টিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ
আগে থেকেই শঙ্কা ছিল বৃষ্টি হানা দিতে পারে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। সেই শঙ্কাই সত্য হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রকৃতির বাধায় বন্ধ হয়ে গেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার খেলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে আফ্রিকার দলটি।
৪ উইকেট হারিয়ে বিপদে প্রোটিয়ারা
আগুনে বোলিং শুরু করেছে অস্ট্রেলিয়া। অজি বোলিং তোপে বিপদে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১২ রানে দুই ওপেনারকে খুইয়েছে ফেলেছে প্রোটিয়ারা। ফিরে গেছেন কুইন্টন ডি কক (৩) ও টেম্বা বাভুমা (০)। এইডেন মার্করামের ব্যাট থেকে এসেছে ১০রান। রসি ফন ডার ডুসেন হতাশ করেছেন ৬ রান নিয়ে ফিরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে আফ্রিকার দলটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে দক্ষিণ আফ্রিকার। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা। প্রতিপক্ষ অজিদের পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।
অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। লিগ পর্বের ম্যাচে আফগানদের বিপক্ষে অতিমানবীয় ইনিংস খেলে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস। আর মিচেল স্টার্ক ফিরেছেন শন অ্যাবটের বদলে।
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন এসেছে। পেসার লুঙ্গি এনগিডি খেলছেন না। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন তাবরাইজ শামসি। আর ফিট না থাকলেও খেলছেন নিয়মিত ক্যাপ্টেন টেম্বা বাভুমা।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ,গ্লেন ম্যাক্সওয়ে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও তাবরাইজ শামসি।