প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১১:২০ এএম
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ ফিরেছে রিক্ত হাতে। ৯ ম্যাচে সাকিব আল হাসানের দলের অর্জন দুই জয়। এমন ভরাডুবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম মুখ খুললেন সাকিব-লিটনদের ব্যর্থতা নিয়ে। অল্পতেই খুশি থাকার প্রবণতা ডুবিয়েছে বাংলাদেশকেÑ মত শ্রীরামের। বলেন, ‘আমাদের ব্যর্থতার বড় কারণ সেঞ্চুরি করতে না পারা। স্কোর বড় না করতে পারা। বিশ্ব ক্রিকেট এখন বড় স্কোরের দিকেই নজর দিচ্ছে। সব তরুণই ৫০ রানকে সেঞ্চুরিতে রূপান্তরিত করছে। রাচিন রবীন্দ্র একটি বড় উদাহরণ। এখান থেকে লিটনরা কিছু শিখতে পারে।’
তিনি বলেন, ‘শীর্ষ চার ব্যাটারের কেউই সেঞ্চুরি পায়নি। এটি হতাশাজনক। পঞ্চাশ ওভারের ম্যাচে তখনই জয় আসবে যখন সবাই মিলে চেষ্টা করবে। ভারতের উইকেট অনেক ভালো। বাংলাদেশে ভিন্ন।’