প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১১:০৮ এএম
ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মা যে ভুল করেননি তার যথাযথ প্রমাণ দেন বিরাট কোহলি-শুভমান গিলরা। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে চারশ-ছোঁয়া সংগ্রহে পৌঁছায় ভারত। হিটম্যান নিজেও ছক্কার রেকর্ড গড়েন। পেছনে ফেলেন ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন রোহিত। যাতে ছিল চারটি করে ছক্কা ও চার। তাতেই বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছয় হাঁকানোর নতুন রেকর্ডের মালিক হন। ছাড়িয়ে যান ২০১৫ সালে গেইলের গড়া রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার সব মিলিয়ে ২৬ ছক্কা হাঁকান। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত ছাড়িয়ে গেলেন সেটা। ট্রেন্ট বোল্টের বলে হুক করে ছক্কা হাঁকিয়ে রেকর্ড নিজের করে নেন হিটম্যান।
একই দিন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটাও নিজের করে নেন রোহিত। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত ৫১ বার বল হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ ছক্কা হাঁকান গেইল।