× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালদের উন্নতি পরখ করার পালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১০:১৩ এএম

জামালদের উন্নতি পরখ করার পালা

সামনে এবার নতুন মিশন। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। কিন্তু এ পর্বে নাম লিখেই অসম লড়াইয়ের সামনে এখন জামাল ভূঁইয়ারা। মেলবোর্নে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া, যারা শক্তিমত্তা আর অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে বাংলাদেশ থেকে।

র‌্যাঙ্কিংয়ের ব্যবধানটা না হয় বাদই দেওয়া যাক। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে যারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কাতার বিশ্বকাপে। এখন সকারুদের সঙ্গে ৯০ মিনিট লড়াই করা ছাড়া আর কি-ইবা করার থাকতে পারে বাংলাদেশের! 

মালদ্বীপকে পেছনে ফেলে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। যেখানে কালেভদ্রে দেখা মেলে দেশের ফুটবলারদের। আর অস্ট্রেলিয়া নিয়মিত খেলে ফিফা বিশ্বকাপের মূল আসরে। বিশ্বের বড় বড় দলকে ভালোই চ্যালেঞ্জ জানায় মাঠে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেসির আর্জেন্টিনার সঙ্গে ২–১ গোলে হারলেও আতঙ্ক ছড়িয়েছিল অস্ট্রেলিয়া।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার জোর লড়াই, প্রায় ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা তো স্মৃতিতে জ্বলজ্বল করছে। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারলেও তিউনিসিয়া আর ডেনমার্ককে দুই ম্যাচেই ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের তুলনা হতে পারে না ব্যক্তিগত নৈপুণ্য কিংবা দলীয় শক্তি, কোনো কিছুতেই নয়। বাংলাদেশের করণীয় কী হতে পারে মেলবোর্নে?

ফুটবলবোদ্ধাদের মত হলো, অসহায় আত্মসমর্পণের কোনো জায়গা নেই। মাঠে নামলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে। বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাও সেটিই বলছেন, ‘অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা দল। খুব সম্ভবত বিশ্বেরও অন্যতম সেরা। শারীরিক দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। আশা করি, ম্যাচে আমরা ওদের খুব বেশি সেট পিস উপহার দেব না। অবশ্যই এ ম্যাচে আমরা লড়াই করব।’

বাংলাদেশ নিজেদের সেরা খেলাটা খেলুক অস্ট্রেলিয়ার বিপক্ষে। কাবরেরার চাওয়াও সেটাই, ‘আমাদের খেলোয়াড়দের খেলতে হবে নিজেদের খেলাটাই। নিজেদের সেরা খেলাটা খেলেই এ ম্যাচ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে হবে।’

গতকাল মেলবোর্নে কাবরেরার কাছে নিজেদের উন্নতি পরখ করার লড়াইও, ‘আমরা এ বছর ভালো ফুটবল খেলছি। এ ম্যাচে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আগের চেয়ে ভালো দল। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো লড়াই করে যে অভিজ্ঞতা হবে, সেটি দিয়েই গ্রুপের বাকি দুই প্রতিপক্ষের সঙ্গে আমরা ভালো খেলতে চাই। এ বছর যে ধরনের ফুটবল আমরা খেলেছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিই ধরে রাখতে চাই।’

কাপ্তান জামাল ভূঁইয়ার কাছে অস্ট্রেলিয়া ম্যাচটি ‘কঠিন লড়াই’। আর এ লড়াইয়ে তিনি অনুপ্রেরণা চান অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দর্শকদের কাছ থেকে। দল মেলবোর্নে পৌঁছানোর পর থেকে প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীরা দলকে অনুসরণ করছেন টিম হোটেলে কিংবা অনুশীলন মাঠে।

জামালের আশা, প্রবাসী বাংলাদেশিরা আজ মাঠে গিয়ে দলের জন্য গলা চড়াবেন, ‘আমরা পৃথিবীর যে প্রান্তেই খেলি না কেন, বাংলাদেশের মানুষের সমর্থন পাই। আমরা জানি, তারা নিজেদের সবটা দিয়ে আমাদের সমর্থন করেন। সেই সমর্থন আমাদের অনুপ্রাণিত করে।’

মাঠে অস্ট্রেলিয়ার কৌশল কী হবে? অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড নিজেই জানালেন বাংলাদেশ দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার কৌশল, ‘প্রতিপক্ষকে হারাতে আমাদের যেটা করা দরকার, আমরা সেটিই করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা