প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ০১:২২ এএম
ডেভিড বেকহ্যাম ফুটবলের কিংবদন্তি। সেই তিনি কি না হাজির ক্রিকেট মাঠে। অবাক হওয়ার মতো ঘটনা হলেও এটা সত্য। গতকাল ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে হাজির হন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার।
ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে পা রাখেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির সহ-মালিক। এ সময় তার সঙ্গে মাঠে ছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। পরে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান দুই লিজেন্ড।
আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের দূত হিসেবে তিন দিনের জন্য এই ইংলিশ কিংবদন্তি ভারত সফরে এসেছেন। সেই সুবাদে বেকহ্যামের সেমিফাইনাল দেখতে যাওয়া প্রায় নিশ্চিতই ছিল। এর আগে ভারতে পা রেখে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তিনি। শহরের বিভিন্ন রাস্তায় কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখা গেছে।
কখনও গলিতে ক্রিকেট খেলেছেন, আবার কখনওবা ছোট ছেলেমেয়েদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অটোগ্রাফও দেন তিনি। সেই সব মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেকহ্যাম।