প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। পরে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন শ্রেয়াস আইয়ার। দুজনের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে ভারত।
৮০* রানের দুর্বার এক ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে গেছেন শুবমান গিল। ৬৬ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন তিনি দারুণ এই ইনিংস। তার আগে ৪৭ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে। আর ৩৯* রানে অপরাজিত থেকে যান লোকেশ রাহুল।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন টিম সাউদি। একটি উইকেট গেছে ট্রেন্ট বোল্টের পকেটে।