প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২২:৫৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ০৭:০১ এএম
অস্ট্রেলিয়ান ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার শুরুটা ছিল যাচ্ছেতাই বাজে। বিশ্বকাপে তাদের শুরুটাই হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারে। সেই কঠিন সময়টা পেরিয়ে এসেছে অজিরা। এখন পুরোদমে অপ্রতিরোধ্য। শুরুর ম্যাচের পর এখনও পর্যন্ত আর হারেননি প্যাট কামিন্সরা। দুর্বার পারফরম্যান্সে এগিয়ে চলছেন তারা।
টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তিনে থেকে কেটেছেন সেমির টিকিট। আফগানিস্তান ম্যাচ তো প্রায় হেরেই গিয়েছিল অস্ট্রেলিয়া। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখান গ্লেন ম্যাক্সওয়েল।
ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নিয়ে অতিমানবীয় ইনিংস খেলে দলকে জেতান এ ক্রিকেটের এ সুপারস্টার। এ ক্রিকেট সুপারম্যানের হার না মানা ২০১ রানের দাপুটে ইনিংস আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে দিয়েছে অজিদের। আত্মবিশ্বাসের মাত্রাটা এতটাই বেড়েছে যে, সেটা গিয়ে ঠেকেছে শিরোপা জয়ের স্বপ্নে।
কলকাতার ইডেন গার্ডেনসে আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। লিগ পর্বে দুদলের জয়ই সমান সাতটি করে। তবে রান রেটে এগিয়ে দুইয়ে থেকে সেমিতে এসেছে প্রোটিয়ারা।
‘চোকার্স’দের বিপক্ষে খেলতে নামার আগে অজিরা দেখছেন এবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অসাধ্য সাধন করে আফগানদের হারানোর পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আবহ তৈরি হয়েছে দলে।
সেবার ম্যাথু ওয়েডের (১৭ বলে ৪১) বিস্ফোরক ব্যাটিংয়ে ফাইনালে ছিল তারা। আর ফাইনালে জয়টা সহজ করেন মিচেল মার্শ (৭৭)। আর এখন বিশ্বকাপ জয়ের আশার পালে হাওয়া দিয়েছেন আবার সেই ব্যাটিং জাদুকর ম্যাক্সওয়েল।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল দেখালেন ভারতের মাটিতে বিশ্বজয়ের স্বপ্ন, ‘আফগানিস্তান ম্যাচের রোমাঞ্চ আমাদেরকে সামনে এগোনোর জন্য নতুন বিশ্বাস দিয়েছে। এটি আমাকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়েছে। প্রায় একই ধরনের অনুভূতি। তখন দলের ভেতরের মনোভাব ছিল তেজদীপ্ত, রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ। সবার তখন মনে হচ্ছিল, আমরা একটি অভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছি। কে জানে, হয়তো এবার এখানেও তা হবে।’