প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২২:০৭ পিএম
বিশ্বকাপের শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। হাইভোল্টেজ ম্যাচ দুটি ঘিরে ভক্তদের উন্মাদনা চরমে। প্রশ্ন উঠেছে, যদি কোনোভাবে সেমিফাইনালে বাদ সাধে আবহাওয়া, বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ! তবে কী হবে? নিয়মে কী লেখা।
বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টির চোখরাঙানি ছিল। ধোঁয়ায় কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেমি এবং ফাইনালে এমনটা হলে ফল কীভাবে নির্ধারণ হবে?
আইসিসি বলছে, সেমি কিংবা ফাইনালে বৃষ্টি হলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে। রিজার্ভ ডে-তেও খেলা শেষ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তারাই ফাইনালে খেলবে। অর্থাৎ ১৫ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে স্বাগতিকরা সরাসরি চলে যাবে ফাইনালে। তদ্রূপ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ বাতিল হলে ফাইনালে যাবে প্রোটিয়ারা।
আবহাওয়া অফিস অবশ্য সুখবর দিয়েছে। সেমির দিনে দুই শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবুও প্রকৃতির খেয়ালে সবকিছুই সম্ভব। সেমিফাইনালে যে বৃষ্টি নামবে না, সেটা হলফ করে বলা যাবে না।