প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ১৬:৩৩ পিএম
দুদিনের মধ্যে জ্যোতি-রুমানাদের বেতন-বকেয়া পরিশোধ নিশ্চিত করেছে বিসিবি সূত্র
পুরুষ ক্রিকেটে যখন হারের হাহাকার, তখন জয়ের আনন্দ এনে দিচ্ছেন নারী ক্রিকেটাররা। সবশেষ ছয় মাসে কয়েকটি সিরিজেও নিগার সুলতানা জ্যোতিরা পেয়েছেন বড় সাফল্য। তাদের বেতনই আটকে ছিল গত পাঁচ মাস। বিসিবির একজন কর্মকর্তা দিয়েছেন সুখবর, দুদিনের মধ্যে জ্যোতি-রুমানাদের বেতন-বকেয়া পরিশোধ নিশ্চিত করেছেন।
গত জুন মাসে বৈঠক শেষে দেশের নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। পাশাপাশি বাড়ানো হয় ম্যাচ ফি-ও। কিন্তু ম্যাচ ফি তো দূরের বিষয়, জ্যোতিরা বেতনও পাচ্ছিলেন না শেষ পাঁচ মাস। বিষয়টি নিশ্চিত করে বোর্ডের সূত্র জানিয়েছে— সব ঠিক হয়ে যাবে, তারা ব্যবস্থা নিচ্ছে।
গত পাঁচ মাস নারী ক্রিকেটারদের কেন বেতন হয়নি, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, নতুনভাবে বেতনের খসড়া করা হয়েছে। বোর্ড অ্যাপ্রুভ করার পর হবে বেতন। কবে নাগাদ হতে পারে বেতন-বকেয়া, বোর্ডের ওই কর্মকর্তা বলেছেন— ‘কাল পরশুর মধ্যেই বকেয়া বেতন পেয়ে যাবে। দুই দিনের মধ্যেই মেয়েরা বেতন পেয়ে যাবে।’