বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ০৮:৪৯ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ১০:৩০ এএম
বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচে রান-ফোয়ারা ছুটছে। ব্যাটাররা রোজই চূর্ণ করছেন বোলারদের। রানের বিশ্বকাপে বোলাররা অসহায় বৈ, কয়েকজন ঠিকই জাত ছিনিয়েছেন। পেসতাণ্ডব কিংবা স্পিনজাদুতে থামিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। লিগ পর্বে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি সুবিধা পেয়েছেন। তালিকায় সেরা পাঁচ উইকেট সংগ্রাহকের চারজনই পেসার। তবে শীর্ষস্থান একজন স্পিনারের দখলে।
লিগ পর্বে উইকেট শিকারের লড়াইয়ে এগিয়ে অ্যাডাম জাম্পা। ৯ ইনিংসে হাত ঘুরিয়ে অস্ট্রেলিয়ান স্পিনার তুলেছেন ২২ উইকেট। ইকোনমি রান রেট ৫.২৬। সেরা বোলিং ৮ রানে ৪ উইকেট। চূড়ায় ওঠার পাশাপাশি শেন ওয়ার্ন ও ব্র্যাড হগের রেকর্ড ভেঙে দেন। বৈশ্বিক মঞ্চে অজি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনিই। সংখ্যাটা যে আরও বাড়বে তা অনুমেয়। এক দিনের ম্যাচে টানা তিনবার চারের বেশি উইকেট শিকারের রেকর্ড জাম্পার দখলে।
সংগ্রাহকের শীর্ষে একজন স্পিনার হলেও তালিকায় পেসারদের জয়জয়কার। দুই নম্বরে থাকা লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ৯ ম্যাচে তুলেছেন ২১ উইকেট। বোলিং ইকোনমি ৬.৭০। সমান ১৮ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েতজে ও পাকিস্তানের শাহিন আফ্রিদি। গড় কম হওয়াতে শাহিনের ওপরে প্রোটিয়া পেসার। কিন্তু ইকোনমিতে এগিয়ে শাহিন। কোয়েতজের সেরা বোলিং ৪৪/৪ আর আফ্রিদির ৫৪/৫। ১৭ উইকেট নিয়ে পাঁচ নম্বরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। সমানসংখ্যক উইকেট দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো জেনসেনের। বুমরাহর সেরা বোলিং ৩৯/৪ আর জেনসেনের ৩১/৩।
চিত্রটা বলছে, জাম্পাই হতে পারেন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। মাদুশঙ্কা ও শাহিনের দল সেরা চারে জায়গা না পাওয়ায় কোয়েতজের সঙ্গে তার প্রতিযোগিতা হতে পারে। প্রোটিয়া পেসার সব ম্যাচ খেললে জাম্পাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারতেন।
উইকেট সংগ্রাহকের তালিকায় না থেকেও আলোচনায় মোহাম্মদ শামি। মাত্র পাঁচ ম্যাচে বোলিং করা ভারতীয় পেসারের উইকেটসংখ্যা ১৬। সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট, যা আসরের সেরা ইনিংস।
সেরা ৫ বোলার
নাম ইনিংস উইকেট
জাম্পা ৯ ২২
মাদুশঙ্কা ৯ ২১
কোয়েতজে ৭ ১৮
শাহিন আফ্রিদি ৯ ১৮
বুমরাহ ৯ ১৭