× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের নিশানা নয়ে নয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১০:৩৭ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১১:০৮ এএম

ভারতের নিশানা নয়ে নয়

ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের লিগ পর্ব। আট ম্যাচ জেতা স্বাগতিকদের লক্ষ্য নয়ে নয়। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রস্তুত ডাচরা। অঘটন ঘটিয়ে পূর্ণ দুই পয়েন্টে চোখ স্কট এডওয়ার্ডসদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির প্রস্তুতি এবং জয়ের রেকর্ড ধরে রাখতে ভারতের লক্ষ্যও অভিন্ন।

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচে খাতা-কলমে এগিয়ে ভারত। পরিসংখ্যান তাদেরই পক্ষে। প্রশ্ন উঠেছে, অজেয় দলটির বিপক্ষে ডাচদের সুযোগ আছে? সুযোগ যে নেই সেটা দিবালোকের মতো স্পষ্টÑ মানছেন ডাচরাও। তেজা নিদামানারু বলছেন, ‘অলৌকিক কিছু ছাড়া জয় অসম্ভব।’ তবে ব্র্যান্ডের ক্রিকেট খেলে অঘটনের জন্ম দিতে পারেন ডাচরা, যে কাজটা এর আগেও ঘটিয়েছেন তারা।

পোশাকি লড়াই হওয়াতে গুঞ্জন উঠেছে ভারতের বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্রামে থাকবেন। ঈশান কিষান, রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়ে নেওয়া হবে সেমির প্রস্তুতি। তবে বেশ কটি ভারতীয় গণমাধ্যম বলছে, বুমরাহকে বসানোর কথা থাকলেও তিনি খেলতে চান। বিরাট কোহলিও তাই। মোদ্দাকথা, মোমেন্টাম ব্রেক হোক, চায় না টিম ম্যানেজমেন্ট। কিংবদন্তি সুনীল গাভাস্কারও বিষয়গুলো নিয়ে সতর্ক করেন রোহিত শর্মাদের। বিশ্রামতত্ত্ব এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। চ্যাম্পিয়ন হতে চাইলে বড় ব্যবধানে জেতার চেষ্টার কথা বলেন।

সেমির আগে জয়ের মধ্যে থাকতে পারলে দল অনেক বেশি আত্মবিশ্বামসী থাকবে। এমনটা মনে করেন কোচ রাহুল দ্রাবিড়ও, ‘লিগ পর্বের প্রথম আট ম্যাচেই দল ভালো খেলেছে। সব ম্যাচেই দারুণ জয় ছিল। তাই শেষ ম্যাচটিও জিততে চাই।’ তিনি এটাও জানিয়ে রাখেন, শতভাগ জয় নিয়ে সেমিফাইনালে খেলতে নামবে তার ছেলেরা।

ভারতের সিসাঢালা প্রচীরের মতো ব্যাটিং ও বোলিং লাইনআপের সামনে টেকা কষ্টসাধ্য বটে। মানছেন ডাচ ব্যাটসম্যান তেজাও, ‘তর্কসাপেক্ষে ভারত শক্তিশালী। ভালো খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’ নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার বিক্রমজিতেরও আগ্রহ ম্যাচটি ঘিরে। সেরাটা দেখিয়ে আইপিএলে সুযোগ পেতে চান তিনি। আর ম্যাক্স ও’ডাউড মেতেছেন কোহলি বন্দনায়। কোহলি এই মুহূর্তে সর্বকালের সেরা, বলতে কার্পণ্য করেননি তিনি।

বড় জয় পেতে ডাচদের বিপক্ষে মোটেও উইনিং কম্বিনেশন ভাঙবে না ভারত। তবে দুশ্চিন্তা ডাচ শিবিরে। টুর্নামেন্টের শেষভাগে ছিটকে পড়েন পেসার রায়ান ক্লেইন। পিঠের চোটে বিশ্বমঞ্চে সুযোগ পেলেন নোয়াহ ক্রুশা।

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও ভারতের তীক্ষ্ন দৃষ্টি সেমিফাইনালে। রেকর্ড হারের তিলক কোনোভাবেই লাগাতে চাইবেন না রোহিতরা। তবে নিজেদের দিনে অঘটন ঘটিয়ে ফেলতে পারেন ডাচরাও। খেরো খাতায় জয়ের গল্প লিখে চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন আরও উজ্জ্বল করতে প্রাণপণে লড়বেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা