× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঐশ্বরিক’ সাহায্য চায় পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ০০:৪১ এএম

‘ঐশ্বরিক’ সাহায্য চায় পাকিস্তান

বিশ্বকাপে সমীকরণ এমন অবস্থায় দাঁড়িয়েছে যে প্রতিটি দলের সৃষ্টিকর্তার নাম জপ করার জোগাড়। ‘এই হলে, সেই হবে’র পসার বসেছে। পয়েন্ট টেবিলের বিচারে সেমিফাইনালের একটি জায়গার জন্য লড়ছে তিনটি দল—নিউজিল্যিান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। অবস্থা এমন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের ম্যাচে। ‘ওরা কী করে’ এমন ভাবনায় ঐশ্বরিক সাহায্য চায় পাকিস্তান। বাবর আজমদের ভাবনায় ‘সৃষ্টিকর্তা’ চাইলে খেলব শেষ চার।

পাকিস্তানের অবশ্য যা যা করার দরকার সবটা এখনও শেষ হয়নি। সবশেষ ম্যাচে তাদের হারাতে হবে ইংল্যান্ডকে। তা-ও বেশ বড়সড় ব্যবধানে। এখানে আছে অনেক বড় যদিকিন্তু। কিউইরা যেভাবে লঙ্কানদের বিপক্ষে দাপট দেখিয়েছে, তাতে পাকিস্তানের আশা আরেকটু ফিকে হয়েছে বটে। ওদিকে আফগানিস্তান আজ যদি প্রোটিয়াদের বিপক্ষে অঘটন ঘটিয়ে দেয়! এতসব সমীকরণের হাঁসফাঁস করা বাবরদের পরিচালক মিকি আর্থার আশায় বুক বাঁধছেন।

‘ঐশ্বরিক সাহায্য’ চাইলেও বাস্তবতা বেশ বোঝেন আর্থার, ‘আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে।’ সেখানেই তো হচ্ছে না, তাই পানা চেয়ে বসেছেন ঈশ্বরের কাছে, ‘একটু ঐশ্বরিক সাহায্য পেলে আমরা সেমিফাইনালে উঠতে পারব।’

সবকিছু যদি আর্থারের চাওয়ামতো হয়, ঈশ্বর যদি তার কথা শোনেন তাহলে ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে পাকিস্তানকে। আর্থার মনে করছেন তার দল পারবে, ‘এমন একটা অনুভূতি হচ্ছে, আমরা সেমিফাইনালে উঠব। দেখা যাক, কী হয়। আমরা একটা নিখুঁত ম্যাচ খেলেছি, সেটি বাংলাদেশের বিপক্ষে।’

পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের আশা বা অনুমান সঠিক করতে হলেও পাকিস্তানের সামনে বেশ কঠিন হবে। সবার আগে দাপুটে জয়ে তুলাধুনা করে দিতে হবে আহত ইংলিশদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা