× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেমিতে উঠতে পাকিস্তানকে যা করতে হবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৫৭ পিএম

সেমিতে উঠতে পাকিস্তানকে যা করতে হবে

বৃষ্টি কখনও কারও জন্য আশীর্বাদ হয়ে আসে। যেমনটি এলো পাকিস্তানের জন্য। শনিবার (৪ নভেম্বর) বৃষ্টি আইনে বাবর আজমদের কাছে ২১ রানে হারে নিউজিল্যান্ড। ৪০১ রানের বড় সংগ্রহের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কিউরা। এই জয়ে এখনও বিশ্বকাপের সেমির স্বপ্ন টিকে আছে পাকিস্তানের। এর জন্য অবশ্য নিজেদের বাকি ম্যাচে জেতা, অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকা লাগবে সাবেক বিশ্বকাপজয়ীদের।

এখন পর্যন্ত শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের শীর্ষের দল দুটি ছাড়া কেউ এখনও সেমিতে উঠতে পারেনি। বাকি দুই জায়গার জন্য লড়াই হবে চার দলের। চার দল হচ্ছেঅস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যে অস্ট্রেলিয়া একটু সুবিধাজনক জায়গায়। ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে তারা। এখনও দুই ম্যাচ বাকি তাদের। এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শেষ চার। 

বাকি জায়গার জন্য ত্রিমুখী লড়াই দেখা যাবে। তিন দলেরই পয়েন্ট ৮ করে। রানরেটের হিসাবে চারে নিউজিল্যান্ড, পাঁচে পাকিস্তান। আফগানিস্তানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদের এক ম্যাচের বিপরীতে তাদের এখনও দুই ম্যাচ বাকি। যেকোনো এক ম্যাচ জিতলে তারাও গড়বে ইতিহাস।

নিজেদের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জয় তুলে আলোচনায় পাকিস্তান। শেষ চার নিশ্চিত করতে দলটির যে করেই হোক নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে। এর আগে অবশ্য নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে। ৯ নভেম্বর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে নামবেন উইলিয়ামসনরা। সেই ম্যাচ হারতে হবে ব্ল্যাক ক্যাপসদের। যদি কিউরা জিতে যায় তাহলে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। তাহলেই রানরেটে এগিয়ে থাকবেন বাবর আজমরা, নিশ্চিত হবে শেষ চার।

আরও একটা পথ খোলা। সেটি প্রায় অসম্ভব বলাই চলে। যদি অস্ট্রেলিয়া তাদের বাকি দুই ম্যাচ হেরে যায়, তবে সোজা সেমিতে পৌঁছে যাবে পাকিস্তান। তেমনটা হলে অস্ট্রেলিয়া ৮ পয়েন্টে এসে দাঁড়াবে এবং পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে। পাশাপাশি পাকিস্তান এ-ও চাইবে আফগানিস্তান যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায়। মোদ্দাকথা, পাকিস্তানকে সবার আগে করতে হবে ইংলিশবধ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা