প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথকে স্রেফ উড়িয়ে দিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে পেপ গার্দিওয়ালার দল। একই রাতে নিউক্যাসল ইউনাইটেডও দেখিয়েছে চমক। আর্সেনালকে নিজেদের মাঠে ধরাশায়ী করে তারা। বুন্দেসলিগায় হ্যারি কেনের হ্যাটট্রিকে বড় জয় তোলে বার্য়ান মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ডকে নাকানিচুবানি খাইয়ে শীর্ষ ২ নম্বরে উঠে এসেছে বাভারিয়ানরা। শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় তুলেছে লা লিগার শীর্ষ ক্লাব বার্সেলোনা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। জোড়া গোল করেন বের্নার্দো সিলভা। বাকি গোলগুলো করেন জেরেমি ডকু, ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে। বোর্নমাউথের পক্ষে একটি গোল শোধ করেন লুইস সিনিস্টেরা। সিটির বড় জয়ের রাতে প্রথম হারের স্বাদ পায় আর্সেনাল। গানারদের ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও ওপরে উঠেছে ক্যাসলরা।
বুন্দেসলিগায় ডর্টমুন্ডের মাঠে বায়ার্নের ৪-০ গোলের জয়ে ৩ গোল একা কেনের। ইংল্যান্ড তারকার আলোকিত নৈপুণ্যে ডের ক্লাসিকা জিতে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন। লা লিগায় শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচের বেশিরভাগ সময়ে আধিপত্য দেখানো সোসিয়েদাদ হেরে গেছে রোনাল্ড আরাউহোর কাছে। শেষ মুহূর্তে তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভির দল।