প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ২১:১৩ পিএম
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। তাতেই হাইভোল্টেজ ম্যাচ প্রত্যাশা ছিল। ইডেন গার্ডেনসের ম্যাচটি ঘিরে টিকেট কালোবাজারি, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস কম লক্ষ্য করা যায়নি। তাতে পানি ঢেলে দেয় ‘চোকার্স’ খ্যাত প্রোটিয়ারা। ভারতের ৩২৬ রান তাড়ায় নেমে ৮৩ রানে গুটিয়ে গেছে টেম্বা বাভুমার দল। ২৪৩ রানে জয় পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মারা।
কোহলির সেঞ্চুরিতে ভারতের পুঁজি ৩২৬
ব্যাট হাতে মাঠে নেমেই ঝলক দেখাতে থাকেন বিরাট কোহলি। নিজেদের ইনিংসের শেষ পর্যন্ত থেকে যান অপরাজিত। ছিনিয়ে নেন আরও একটি সেঞ্চুরি। তার সঙ্গে ফিফটি হাঁকান শ্রেয়াস আইয়ারও। দুজনের ব্যাটিং দৃঢ়তার ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বিশাল পুঁজি গড়েছে ভারত।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা করেও পারেননি। আজ দক্ষিণ আফ্রিকার ম্যাচে আর কোনো ভুল হয়নি। ঠিকই আদায় করে নিয়েছেন শতক। ১২১ বলে ১০ বাউন্ডারিতে সাজানো হার না মানা ১০১* রানের দুরন্ত এক ইনিংস খেলেন কোহলি। জন্মদিনে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়ে কোহলি ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ওয়ানডেতে দুজনের সেঞ্চুরি সমান ৪৯টি করে।
ইডেন গার্ডেনে তার আগে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। ৮৭ বলে খেলেন তিনি দাপুটে এই এই ইনিংস। ৪০ রান আসে ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট থেকে। তার ব্যক্তিগত স্কোরে ছিল ৭ বাউন্ডারি ও ২ ছক্কা।
দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, ক্যাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি।