প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:২১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ০০:২৩ এএম
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা করেও পারেননি। আজ দক্ষিণ আফ্রিকার ম্যাচে আর কোনো ভুল হয়নি। ঠিকই আদায় করে নিয়েছেন শতক। জন্মদিনে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়ে ছুঁয়ে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ওয়ানডেতে দুজনের সেঞ্চুরি সমান ৪৯টি করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে ভারত। তার আগে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার।
দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত
কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছে ভারতের। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেল অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ প্রোটিয়াদের পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি স্বাগতিকরা।
তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি বদল এসেছে। ছিটকে গেছেন জেরাল্ড কোয়েটজি। তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাবরাইজ শামসি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।