স্বাধীনতা কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১২:০৬ পিএম
স্বাধীনতা কাপে নিজেদের শেষ দেখে ফেলল শেখ রাসেল ক্রীড়া চক্র। আবাহনীর কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ল ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। হিসাবের মারপ্যাঁচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল শনিবার আবাহনীর বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শেখ রাসেল। আর মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিস এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। আবাহনীর গোল দুটি করেন জোনাথন রেইস ও ওয়াশিংটন বান্দ্রাও।
শেখ রাসেলের ব্যর্থতায় তাদের সমান ৪ পয়েন্ট পেয়েও পরের ধাপে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গোল পার্থক্যে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে পুরান ঢাকার দলটি। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ২০২১ সালের চ্যাম্পিয়ন আবাহনী।
‘সি’ গ্রুপের তিন রাউন্ডে কোনো দলই জিততে পারেনি। সব ম্যাচই ড্র হয়েছে। ফলে পয়েন্ট, গোল পার্থক্য তিন দলেরই সমান। বেশি গোল দেওয়ার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডান ও রানার্সআপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী উঠেছে সেরা আটে।