প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১২:০৮ পিএম
সামনে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ। লড়াইটা আবার হবে বাংলাদেশের মাটিতে। এই ম্যাচ সামনে রেখে আজ ঢাকায় পা রাখছেন মোহনবাগানের ফুটবলাররা। তাদের লড়াইটা বসুন্ধরা কিংসের বিপক্ষে। প্রথম দেখায় দুদল ২-২ গোলে ড্র করেছে।
আজ বিকালে ঢাকায় পৌঁছাবে মোহনবাগান। আগামীকাল সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে তারা। ৭ নভেম্বর রাত ৮টায় কিংস অ্যারেনায় হবে ম্যাচ। বসুন্ধরা কিংস ম্যাচের সময় এগিয়ে আনতে চাইলেও এএফসি সম্প্রচার সুবিধার জন্য সময় পরিবর্তন করেনি।
কিংস ভিসা জটিলতা শেষে ভারতে গিয়েছিল। সময় না থাকায় শেষ পর্যন্ত ভারতে গিয়ে অনুশীলন করেনি তারা। বসুন্ধরা কিংস নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার পথে মোহনবাগানকে তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না।
মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী কলকাতা থেকে বলেন, ‘আমাদের দলের সবার ভিসা, টিকিট প্রস্তুত। আগামীকাল (আজ) ঢাকা রওনা হব আমরা।’ বসুন্ধরা কিংসও তাদের সফরসূচি সম্পর্কে অবগত।