প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০৭:৪৭ এএম
পাকিস্তানের সাদিয়া ইকবালের কাছেই যেন হেরে বসেছেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংয়ের দিনে নিগার সুলতানা জ্যোতিদের চোখে সরষে ফুল দেখিয়েছেন পাকিস্তানের স্পিনার। ব্যাটিং ব্যর্থতার দিনে বোলিংয়ে আশা জাগালেও হার রুখতে পারেননি টাইগ্রেসরা। ৫ উইকেটের বড় হারে তিন ম্যাচের সিরিজেও পেয়েছেন বাজে শুরু।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের মেয়েরা টস জিতে ব্যাটিং করতে নেমে ৮১ রান পর্যন্ত যেতে পারেন। ছোট লক্ষ্য তাড়ায় ১৫১ বল হাতে রেখেই জিতে যান সফরকারীরা। তাতেই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে উঠেছেন নিদা দাররা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের সঙ্গে তাদের ব্যবধান ১ পয়েন্ট। পয়েন্ট খোয়ালেও অবস্থানে পরিবর্তন আসেনি বাংলাদেশের। জ্যোতিরা ৭ পয়েন্ট নিয়ে আছেন টেবিলের আট নম্বরে।
চট্টগ্রামে ছোট ফরম্যাটের সিরিজ জিতে আসা বাংলাদেশের বাজে ব্যাটিং প্রদর্শনীর দিকেই আঙুল তুলেছেন। হারের কারণ হিসেবে ব্যাটারদের দুষলেও জ্যোতি আশাবাদী পরের ম্যাচেই সিরিজে ফিরতে। মিরপুরে এদিন সাদিয়ার ঘূর্ণিতে খাবি খাওয়া বাংলাদেশকে আরও তলিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক নিদা দার। সঙ্গে যোগ দেন উম্মে-ই-হানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ফাহিমা খাতুনের ব্যাটে।
আগের বেস্ট ১৩ রানে ৪ উইকেট ছাপিয়ে সাদিয়া ১৩ রানে শিকার করেন ৫ উইকেট। অবশ্য প্রথম ফাইফার পাওয়ার দিনেও ম্যাচের সেরা হতে পারেননি। বোলিংয়ের পর ধুঁকতে থাকা দলের কাণ্ডারি হয়ে ম্যাচের সেরা হয়েছেন নিদা দার।