বলছেন আকাশ চোপড়া
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০৭:৩৬ এএম
পাকিস্তানকে হারিয়ে মোহাম্মদ নবি বড্ড আফসোস করেছিলেন, ‘বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি।’ আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার যখন কথাগুলো বলছিলেন তখনও পয়েন্ট টেবিলে এত ভালো অবস্থানে আসতে পারেননি তারা। পাকিস্তান ও ইংল্যান্ডকে ধরাশায়ী করা আফগানরা এরপর পাত্তা দেয়নি শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে। তাতেই মেঘপুঞ্জের মতো করে জমছে আফসোস, ‘ইস্ বাংলাদেশের বিপক্ষে কেন জিততে পারলাম না।’ আফগানদের সেই আফসোস ভর করেছে আকাশ চোপড়ার ওপরও।
ভারতের সাবেক ক্রিকেটার তো অঘটনও বেছে নিয়েছেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যা ঘটেছে, তার মধ্যে অন্যতম রশিদদের বিপক্ষে সাকিবদের জয়। শুনতে মন্দ শোনালেও এটাই স্বাভাবিক। ওই হারটা না এলে এখন হয়তো ঝুলে থাকতেন না রশিদরা। আফসোসও হতো না। বিশ্বকাপের সেমি নিশ্চিতের জন্য এতটা কঠিন সমীকরণের সামনেও দাঁড়াতে হতো না।
সেই জয়কে অঘটনের আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশ লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এবারের বিশ্বকাপের সত্যিকারের অঘটন। যা এ বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (পরশু) সেমিফাইনালে উঠে যেত।’
বিশ্বকাপে এবার নিয়ে তৃতীয়বার খেলতে এসেছে আফগানরা। এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতেছে। যার মধ্যে এ বিশ্বকাপেই এসেছ ৪টি! পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষ পাঁচে। হাতে আছে তাদের দুটি ম্যাচ, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার কোনো একটি দলকে হারাতে পারলেই ইতিহাস গড়ে ফেলবে রশিদদের দল।
তাদেরকে হারিয়েই কি না শুরু করেছিল বাংলাদেশ। এরপর থেকেই হারের বৃত্তে, বাংলাদেশ আরও ছয়টি ম্যাচ খেলেছে। হেরেছে টানা ছয় ম্যাচেই। সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকেও গেছে। দারুণ খেলতে থাকা আফগানিস্তানের বাংলাদেশের কাছে হারাই বিশ্বকাপের সত্যিকারের অঘটন মনে হচ্ছে আকাশ চোপড়ার, হয়তো আরও অনেকের।