× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের জয়ে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ০১:৪৬ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ০১:৫০ এএম

পাকিস্তানের জয়ে সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ারেই দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু টুর্নামেন্টের শেষ চারে ঠিক নিজেদের নামটা লেখানো হয়ে উঠেনি। অবশেষে পাকিস্তানের জয়ে হাসল প্রোটিয়ারাও। আফ্রিকান দলটি পৌঁছে গেছে বিশ্বমঞ্চের সেমিতে।

ভারতের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ৭ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ পয়েন্ট। পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে তারা। 

বেঙ্গালুরুতে বৃষ্টি আইনে ২১ রানে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ে সেমিফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। বাবর আজমরা ২৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০০ রান তুলতেই আবার বাগড়া দিয়ে বসেছিল বৃষ্টি। তাতে বন্ধ হয়ে যায় পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ।

পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকান ফখর জামান (১২৬*)। আর ফিফটির দেখা পেয়েছেন বাবর আজম (৬৬*)। ডিএলএস মেথডে তখন পাকিস্তান ২১ রানে এগিয়েছিল। শেষ মেশ সেই ব্যবধানেই জয়ের হাসি হাসল বাবর আজমরা।

তার আগে ২১.৩ ওভার শেষে পাকিস্তান এক উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করতেই বৃষ্টি প্রথমবার বন্ধ করে দেয় খেলা। সময় নষ্ট হওয়ায় টার্গেট কমে আসে পাকিস্তানের। ৪১ ওভারে তাদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২। শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে করে ৪০১ রানের বিশাল পুঁজি।

ফের হেসেছিল রাচিন রবীন্দ্রের হাতের ব্যাট। হাতের ব্যাট তারকা এ ওপেনারের কথা শুনতেই ঝরল রান বৃষ্টি। এলো দাপুটে এক সেঞ্চুরি। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরে দ্যুতি ছড়ালেন কেন উইলিয়ামসনও। দুরন্ত ব্যাটিং করেও ৫ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। তবে দল ৬ উইকেট হারিয়ে পেয়ে যায় ৪০১ রানের পাহাড়সম পুঁজি। কিন্তু বৃষ্টি সব হিসাব পাল্টে দিয়েছে। 

রাচিন খেলেছেন ১০৮ রানের দারুণ এক ইনিংস। আর কেন উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে এসেছে ৯৫ রানের চমৎকার ইনিংসটি। গ্লেন ফিলিপস ৪১, মার্ক চাপম্যান ৩৯ ও ডেভন কনওয়ে এনে দিয়েছেন ৩৫ রান।

পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট নেন হারিস রউফ, ইফতিখার আহমেদ ও হাসান আলি।

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসভাগ্য সহায় হয় পাকিস্তানের। টসে জিতেই ফিল্ডিং বেছে নেন ক্যাপ্টেন বাবর আজম। নিউজিল্যান্ডকে জানান ব্যাটিংয়ের আমন্ত্রণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা