× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবদের ম্যাচে নিষিদ্ধ ‘লাইট শো’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২৩:৫২ পিএম

সাকিবদের ম্যাচে নিষিদ্ধ ‘লাইট শো’

মুম্বাই যাওয়ার পথে রোহিত শর্মা কথা তুলেছিলেন, বন্দরনগরীতে দূষণের ব্যাপারটি ভারতের অধিনায়কের ভালো লাগেনি। রোহিতের ইনস্টাগ্রামের সেই পোস্টের পর দূষণ নিয়ে পদক্ষেপ নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই ঘোষণা দিয়েছে, মুম্বাই ও দিল্লিতে বিশ্বকাপের যে ম্যাচগুলো রয়েছে সেখানে আতশবাজির প্রদর্শনী হবে না। আগামী সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও আছে সেই তালিকায়।

রোহিতদের বোর্ডের সচিব জয় শাহ নিজে আইসিসিকে অনুরোধ করেছেন। আইসিসিও চারটি ম্যাচে দূষণের বিষয়টি মাথায় রেখে নিষিদ্ধ করেছে আতশবাজি। বিষয়টি নিশ্চিত করেছেন জয় শাহ, ‘মুম্বাই ও দিল্লির পরিবেশ নিয়ে বিসিসিআই চিন্তিত। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি আইসিসিকে জানাই। ওরা সিদ্ধান্ত নিয়েছে এই দুই মাঠে খেলার সময় আতশবাজির প্রদর্শনী হবে না। পরিবেশ দূষণ যাতে আর না বাড়ে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচই নয়, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও আলোক প্রদর্শনী দেখা যাবে না। তা ছাড়া বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে আতশবাজির রোশনাই। 

মুম্বাই ও দিল্লিতে দূষণের মাত্রা এতটাই বেশি যে সেখানে আতশবাজি ফাটিয়ে আর দূষণ বাড়াতে চাইছে না বিসিসিআই। বোর্ড সচিবের চোখ দূষণ রোধে, ‘মুম্বাই ও দিল্লির বায়ুদূষণ নিয়ে জরুরি ব্যবস্থা বিসিসিআইও নিতে চায়। আমরা আইসিসি বিশ্বকাপ আয়োজন করছি, সেটি তো ক্রিকেটেরই উৎসব। কিন্তু এর পাশাপাশি আমরা সবার স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্যমতে, মুম্বাইয়ে গত মঙ্গলবার বাতাসে দূষণের মাত্রা সহনীয় ছিল। একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বলছে, ১৭২ ছিল সেটি। তবে বান্দ্রা কুর্লাতে সেটি বিপজ্জনক ২০৬ মাত্রায় উঠেছিল। দিল্লিতে গত মাসে বায়ুদূষণ ২০২০ সালের পর সবচেয়ে বেশি ছিল। বছরখানেক আগে দিল্লিকেও ছাপিয়ে গেছে মুম্বাইয়ের দূষণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা