× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসরের প্রশ্নে হতবাক তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ০১:৩২ এএম

তামিম জানালেন, অসবর এখনও নেননি— সংগৃহীত

তামিম জানালেন, অসবর এখনও নেননি— সংগৃহীত

তামিম ইকবালকে মিস করছে বাংলাদেশ দল? কেউ বলবেন ‘হ্যাঁ’, কেউবা ‘না’। বেশ কিছু ঘটনার পর বিশ্বকাপে না থাকা বাংলাদেশের তারকা ওপেনারকে অবশ্য মিস করছে জাতীয় ক্রিকেট লিগ। ঘরোয়া লিগে না থাকায় প্রশ্নটি তামিমের দিকে এসেছিল, ‘অবসর নিয়ে নিয়েছেন?’ এমন প্রশ্ন স্বভাবতই ভালোভাবে নেননি তামিম, বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, ‘অবসর নেননি।’

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড চলছে, সেখানে খেলছেন না তামিম। কিন্তু কেন নেই, এমন প্রশ্নের জবাবে দেশের একটি গণমাধ্যমকে তামিম উল্টো প্রশ্ন ছুড়েছেন, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে, না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’

তাহলে তামিম কি আবারও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে ফিরবেন? খোলাসা করে না বললেও তামিম ইঙ্গিত দিয়েছেন তেমন কিছুর, ‘কোথাও অবসর নিয়ে বলিনি। সত্যি বলতে এই মুহূর্তে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিছুই ভাবছি না। খেলব কি খেলব না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন পরিবার নিয়ে সময় কাটাচ্ছি, ভালো আছি।’

নিজের মতো সময় কাটানো তামিম বাংলাদেশের খেলাটাও দেখছেন না। সাকিব আল হাসানদের দলের বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নে যেন চটেই গেলেন সাবেক ওয়ানডে অধিনায়ক— ‘আগেও বলেছি, এখনও বলছি! ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনীয় নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সব সময়ই শুভকামনা।’

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিসিবির টেস্ট এবং ওয়ানডে দলের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার তামিম। বিশ্বকাপের পরপরই দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। দীর্ঘদিন খেলার বাইরে থাকা তামিমের এনসিএলে না খেলায় সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, অবসর ভেঙে ফিরে মাত্র দুই ম্যাচ খেলে আবারও ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম? আনুষ্ঠানিক ঘোষণা তো এখনও তামিম দেননি!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা