× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন আকরামদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ০০:২৬ এএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ০০:২৭ এএম

মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন আকরামদের

মাহমুদউল্লাহ রিয়াদ তো পরিকল্পনায়ই ছিলেন না। এখন বিশ্বকাপ খেলছেন, সে তো ভাগ্যগুণে। দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়ে। এ কথা একবাক্যে মানবেন দেশের ক্রিকেট অনুরাগীরা। এ কারণেই তার ব্যাটিং পজিশন নিয়েও কোনো গুরুত্ব নেই যেন টিম ম্যানেজমেন্টের কাছে।

তারকা অলরাউন্ডার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন ঠিকই। তবে তার পছন্দের জায়গায় নয়। ব্যাট করছেন ৭ বা ৮ নম্বরে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে নিচে থেমেও ৪১* ও ৪৬ রান করেন। তার এই দুটি মূল্যবান ইনিংসের সুবাদেই ২৫০ ছাড়ানো দলীয় স্কোর গড়ে বাংলাদেশ।

কিন্তু এত নিচে ব্যাট করছেন কেন মাহমুদউল্লাহ? প্রশ্ন করছেন অনেকেই। তাদের সঙ্গে প্রশ্নটা ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক ও মঈন খানদেরও। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটাররা এমন অপরিকল্পিত ব্যাটিং কৌশলের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিদের টিম ম্যানেজমেন্টকে।

পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টস–এর টকশোতে ভারত ম্যাচ শেষে ওয়াসিম আকরাম তো রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে নিজের বিস্ময়ের কথা জানান, ‘আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে! মাহমুদউল্লাহ কেন ৭-৮ নম্বরে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার কাজ করে।’

মঈন খানের বক্তব্যও একই। তার মতে মাহমুদউল্লাহকে ‘ফিনিশার’-এর কাজটাই ঠিকঠাক করতে দেওয়া হচ্ছে না, ‘আমার দৃষ্টিতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হয়ে যাচ্ছে।’

ভারত ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। চোট তাকে দর্শক বানিয়ে রেখেছিল। মিসবাহ–উল–হক বলেন, সাকিবের বদলে মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাট করানো যেত, ‘একটা ভালো শুরুই করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব খেলতে পারেনি, তাই তাকে ওপরের দিকে ব্যাটিং করিয়ে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা