× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচনা, বিদ্রুপ, তিরস্কার সবই হজম করছেন বাবররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৫২ পিএম

সমালোচনা, বিদ্রুপ, তিরস্কার সবই হজম করছেন বাবররা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা আর উত্তেজনা। জমজমাট এক মহারণ। কিন্তু পাকিস্তানের যাচ্ছেতাই বাজে ব্যাটিংয়ে সেটা আর সম্ভব হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয়ে ম্যাচ হয়েছে একপেশে। রোহিতের ভারতের কাছে ৭ উইকেটে ধসে গেছে পাকিস্তান।

সে আবার ১১৭ বল হাতে রেখেই। এমন বাজে পারফরম্যান্সের কারণে চারদিক থেকে সমালোচনার তীর এসে বিঁধছে বাবরদের হৃদয়ে। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমÑ সব জায়গায় চলছে সমালোচনার ঝড়। সেই ঝড় থামার যে কোনো লক্ষণ নেই।

শাহিন শাহ-শাদাব খানদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দলের এমন অসহায় আত্মসমর্পণ মানতে না পেরে সমালোচনামুখর হয়েছেন দেশটির ক্রিকেট গ্রেটরা। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার তো নিজেদের দেশের ক্রিকেটারদের দেখছেন বাচ্চাদের কাতারে, ‘আমাদের ব্যাটসম্যান ও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। পাকিস্তানের বোলারদের আজকে (শনিবার) ভারত বাচ্চাদের মতো পিটিয়েছে। যেটা আমি দেখতে পারিনি।’

রোহিত শর্মার স্তুতি গেয়ে গতির দানব শোয়েব বলেন, ‘রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে, আসলে ও পাকিস্তানকে অপমান করেছে। গত দুই-তিন বছর ওকে যেভাবে আউট করা হয়েছে, রোহিত তার প্রতিশোধ নিয়েছে। পাকিস্তান ভেবেছিল চারজন ব্যাটসম্যান নিয়ে, কোনো মিডল অর্ডার, স্পিনার না নিয়ে তারা ভারতের মতো দলকে হারাবে। এটা অসম্ভব।’

হারের পর কোহলির কাছ থেকে জার্সি উপহার নেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। ব্যাপারটা মানতে পারছেন না ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম, ‘মাঠে বাবরের কোহলির সঙ্গে সাক্ষাৎ করা উচিত হয়নি। তার সঙ্গে এভাবে সামনাসামনি দেখা করার পরিস্থিতি তখন ছিল না। ওর গোপনে শার্ট নেওয়া উচিত ছিল।’

বীরেন্দর শেবাগের বিদ্রূপের শিকারও হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের সাবেক এ ক্রিকেটার খোঁচা দিয়ে টুইটারে লেখেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’ পরে শেবাগ বাবরদের স্কুলের বাচ্চাদের সঙ্গে তুলনা করে লেখেন, ‘মনে হচ্ছে বড় ছেলেরা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা