প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২৩:৩৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২৩:৪০ পিএম
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে উদ্বোধনী ম্যাচেই। পরে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ধসিয়ে দেয় নিউজিল্যান্ড। টানা দুই জয়ে বিশ্বকাপের আকাশে যেন পাখা মেলে উড়ছে কিউইরা। দুর্বার ফর্মে থাকা ব্ল্যাক ক্যাপসদের সামনে আগামীকাল বাংলাদেশ।
নিজেরা বিশ্ব শিরোপা জয়ের দৌড়ে লড়ছে দাপটের সঙ্গে। কিন্তু আগামীকালের প্রতিপক্ষ লাল-সবুজ প্রতিনিধিদের কীভাবে দেখছে নিউজিল্যান্ড। তারা যে শত্রুপক্ষ হিসেবে সেমিফাইনালের স্বপ্ন দেখে চলা সাকিবদের হিসাবের বাইরেই রাখছে।
বিশেষ করে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। বাকি লড়াইয়ের কথা না বললেও বাংলাদেশকে নিয়ে তাদের ভাবনা স্পষ্ট হয়েছে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিডের কথায়।
তাসকিন-মিরাজদের বিপক্ষে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ক্রিকেট-গুরু স্টিড শিরোপা জয়ের দৌড়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কোনো ধরনের সম্মান বা সমীহ না করে সোজা-সাপ্টা বলে দেন- ‘বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়, যে ছয়-সাতটি দল বিশ্বকাপের দাবিদার সেখানে বাংলাদেশ নেই।’