পাক-ভারত মহারণ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২২:২১ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আকর্ষণ। হোক সেটা চিরপ্রতিদ্বন্দ্বিতা কিংবা রাজনৈতিক বৈরিতা সূত্রে। বিশ্বকাপ ছাড়াও আলোচনায় থাকে দুদলের লড়াই। আগামীকাল শনিবার আহমেদাবাদের ম্যাচটি নিশ্চিত রূপ নেবে মহারণে। এ নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। ম্যাচটি ঘিরে নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে স্টেডিয়াম এলাকা। নিয়োজিত থাকবে ১১ হাজার নিরাপত্তাকর্মী।
আহমেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। তিনটি হিট-টিম, অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবে মাঠে। ইতোমধ্যে আহমেদাবাদ স্টেডিয়াম এলাকা ‘নো ড্রোন জোন’ ঘোষণা করা হয়েছে। খেলার আগে-পরে জনসাধারণ ড্রোন ওড়াতে পারবে না। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএম মালিক বলেছেন, ‘২০ বছরে কোনো হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়নি গুজরাট। তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তায় যেন কোনো কমতি না হয়, সে ব্যাপারে সবাই সতর্ক। আশার খবর, ম্যাচটি সামনে রেখে ভিসার বন্ধ দরজা খুলে দিয়েছে ভারত।