× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ২১:৫৫ পিএম

ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বে বেলজিয়ামের বিদায় মেনে নিতে পারেননি তিনি। অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন। এবার পেশাদার ফুটবল থেকেও সরে দাঁড়ালেন এডেন হ্যাজার্ড।

৩২ বছর বয়সি সাবেক চেলসি ও রিয়াল মাদ্রিদ তারকা এক ইনস্টাগ্রাম বার্তায় তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘প্রত্যেকের হৃদয়ের কথা শোনা উচিত এবং সঠিক সময়ে থামা উচিত। ১৬ বছর এবং ৭শর বেশি ম্যাচ খেলার পরে আমি আমার পেশাদার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের অনেক মাঠে আমি খেলেছি এবং উপভোগ করেছি।’


হ্যাজার্ড বেলজিয়ামের হয়ে ১২৬ ম্যাচে ৩৩ গোল করেছেন। ফ্রান্সের ক্লাব লিলিতে ১৯৪ ম্যাচে ৫০ গোল করে চেলসিতে যোগ দেন। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ৩৫২ ম্যাচ খেলে ১১০ গোল করেছেন। দলের অনেক সাফল্যের পেছনের নায়ক তিনি। এরপর ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। একের পর এক ইনজুরি আর অফ ফর্ম মিলিয়ে ব্লাঙ্কোস শিবিরে তিন মৌসুমে তিনি ৭৬ ম্যাচ খেলে ৭ গোল করেন। এরপর ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল হয় তার। ফ্রি এজেন্টে থাকা এই তারকা নতুন কোনো ক্লাব পাননি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা