× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে দর্শক খরা যে কাটছেই না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ০০:০৩ এএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ০১:১৪ এএম

বিশ্বকাপে দর্শক খরা যে কাটছেই না

বিশ্বকাপের পর্দা উঠেছে চার বছর পর। তা-ও ক্রিকেট-উন্মাদনার দেশ ভারতের মাটিতে। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শকই যে নেই। উন্মাদনার খোঁজ পাওয়াই এখন যেন ভার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের প্রথমার্ধে গ্যালারির বেশিরভাগ জায়গাই ছিল ফাঁকা। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির স্থানীয় শাখা ৩০ থেকে ৪০ হাজার টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা দিলেও তাদের দেখা যায়নি। বিশ্বকাপ মাঠে গড়িয়েছে আজ তিন দিন হলো। কিন্তু মাঠের দর্শক খরা যে কিছুতেই কাটছে না। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন দর্শক খরায় যারপরনাই অবাক অনেকে। যাদের কেউ কেউ প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ আর ইংল্যান্ড নারী দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েটও। আর পাকিস্তান সমর্থকদের কেউ কেউ এ নিয়ে ভারতকে উদ্দেশ করে দিচ্ছেন খোঁচা। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক খরার খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি লিখেছে, ম্যাচ শুরুর মুহূর্তে মাত্র কয়েকশ দর্শক ছিলেন। এত বড় স্টেডিয়ামে সিংহভাগ আসনই দেখা গেছে খালি। এ সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রির কাছাকাছি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম। এখানে একসঙ্গে ১ লাখ ৩২ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা আছে। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় এক নেতার বরাতে জানিয়েছিল, উদ্বোধনী ম্যাচের জন্য আহমেদাবাদের ৩০ থেকে ৪০ হাজার নারীকে ফ্রি টিকিট দেওয়া হয়েছে। কিন্তু 

তবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ শুরুর প্রথম দুই ঘণ্টায় ওই ৩০ থেকে ৪০ হাজার দর্শকও গ্যালারিতে দেখা যায়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা