× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের যত বিশ্বরেকর্ড!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১৬:২৫ পিএম

শচীন টেন্ডুলকার, কেভিন ও’ব্রেইন, মার্টিন গাপটিল। ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকার, কেভিন ও’ব্রেইন, মার্টিন গাপটিল। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে ভারতের মাটিতে বসছে আইসিসি বিশ্বকাপের ত্রয়োদশ আসর। তবে শুরুর আগেই ক্রিকেট অনুরাগীরা ভাসছেন বিশ্বকাপ উন্মাদনায়। ফেভারিট দল ও ক্রিকেটারদের নিয়ে চালিয়ে যাচ্ছেন নানা হিসাব-নিকাশ। ঘাঁটা হচ্ছে রেকর্ডবই। প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য ওয়ানডে বিশ্বকাপের কিছু রেকর্ড তুলে ধরা হলো।

২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৪১৭ রান করেছিল, যা এখন পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস। তবে এক ম্যাচে সর্বোচ্চ রান হয়েছে ২০১৯ বিশ্বকাপের অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে। ৭১৪ রান উঠেছিল সে ম্যাচে।

২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয় কানাডা। এর আগের রেকর্ডটিও ছিল তাদের। ১৯৭৯ সালে ইংলিশদের বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিল কানাডা।

বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন ভারতের শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছেন তিনি। রোহিত শর্মার সঙ্গে সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছেন তিনি। এমনকি সর্বোচ্চ হাফ সেঞ্চুরিও করেছেন এ ভারতীয় কিংবদন্তি। রোহিতের সমান ছয়টি সেঞ্চুরির সঙ্গে ২১টি হাফ সেঞ্চুরি করেছেন এ কিংবদন্তি। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা রোহিত ছুঁয়েছেন ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রেইনের। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে করেন সেঞ্চুরি। তবে দ্রুততম হাফ সেঞ্চুরিটি ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বলে করেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসটি কিউই ওপেনার মার্টিন গাপটিলের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৩৭ রানের হার না মানা দুর্বার এক ইনিংস খেলেছিলেন এ ওপেনার।

২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা টানা চারটি সেঞ্চুরি করেন। বাংলাদেশ (১০৫*), ইংল্যান্ড (১১৭*), অস্ট্রেলিয়া (১০৪) ও স্কটল্যান্ডের (১২৪) বিপক্ষে এ সেঞ্চুরিগুলো করেন তিনি। এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও এটি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্যারিবিয়ান এ হার্ডহিটার ৪৯টি ছক্কা মেরেছেন। তবে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ইয়ন মরগান। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৭টি ছক্কা মারেন এ ইংলিশ তারকা।

বিশ্বকাপে সবচেয়ে বড় জুটিটি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের গেইল ও মারলন স্যামুয়েলস। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের জুটি গড়েছিলেন তারা।

বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে ১৮.১৯ গড়ে ৭১ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে সেরা গড়ও তার। ২০০৩ সালে নামিবিয়ার বিপক্ষে ম্যাকগ্রার নেওয়া ১৫ রানের বিনিময়ে ৭ উইকেট বিশ্বকাপের সেরা বোলিং ফিগার। ২০১৯ বিশ্বকাপে ২৭টি উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, যা এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।

উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ডিসমিসাল করেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ৫৪টি। এক টুর্নামেন্টের সর্বোচ্চ ডিসমিসাল করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৩ বিশ্বকাপে ২১টি ডিসমিসাল করেন তিনি। ২০১৯ বিশ্বকাপে তার এ রেকর্ড স্পর্শ করেন নিউজিল্যান্ডের টম লাথাম।

তবে শুধু ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ২৮টি। বিশ্বকাপে সর্বোচ্চ ৪৬টি ম্যাচ খেলার রেকর্ডও তার। এক বিশ্বকাপে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটিও জো রুটের। ২০১৯ বিশ্বকাপে ১৩টি ক্যাচ ধরেন তিনি। 

রানের হিসাবে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২৭৫ রানের জয়টি সর্বোচ্চ ব্যবধানের জয়। তবে উইকেটের হিসাবে ১০ উইকেটের জয় বিশ্বকাপে রয়েছে ১২টি। এর মধ্যে সর্বোচ্চ তিনবার বিব্রতকর এ হার দেখেছে বাংলাদেশ।

বিশ্বকাপে কম রানের ব্যবধানে জয়ের রেকর্ড আছে দুটি। দুটিতেই ভারতের বিপক্ষে ১ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে ২৭১ রানের লক্ষ্যে ভারত থামে ২৭০ রানে এবং ১৯৯২ সালে ২৩৬ রানের লক্ষ্যও টপকাতে পারেনি। 

বিশ্বকাপে সর্বোচ্চ ৬৯টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৯৯৯ থেকে ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে টানা ২৭টি ম্যাচ জিতেছিল দলটি। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও তাদের।

সর্বোচ্চ ৪২টি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। টানা হারের রেকর্ডটিও তাদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল দলটি। পরের জয়টির জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৮টি ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা