× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগেই টিম ডিরেক্টরকে জানিয়েছিলেন তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৪ পিএম

আগেই টিম ডিরেক্টরকে জানিয়েছিলেন তামিম

বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। দল নিয়ে বিসিবির প্রধান নির্বাচক জানান, সবার সঙ্গে কথা বলেই নেওয়া হয় সিদ্ধান্ত। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, আগেই বিষয়টি তাকে জানিয়েছিলেন তামিম ইকবাল।

দেশ ছাড়ার আগে তামিমের সঙ্গে সুজনের কথা হয়নি। তবে গত ১৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার ড্রাফটের সময় বিষয়টি তামিম নিজেই পরিস্কার করেন সুজনের কাছে।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘না তামিমের সঙ্গে কথা হয়নি (দেশ ছাড়ার আগে)। তামিমের সঙ্গে ড্রাফটের দিনই কথা হয়েছিল বলছিল যে ওর ইনজুরিটা আছে ব্যথা করছে ব্যাক পেইন আছে । সুজন ভাই আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই। সেটা আমি ক্লিয়ার করে দিবো বোর্ডে। জানিয়ে দিবো। এরপর হয়তো ও বোর্ডে জানিয়েছে যেটা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্টকে।’

এইদিকে সকালে তামিম সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দল দেশ ছাড়লে ভিডিও বার্তা দিবেন। এই নিয়ে সুজন বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না আসলে। কি বলবে সেটা তো আমি জানি না। বাট আমার সঙ্গে ওইটুকুই কথা বিপিএল ড্রাফটের দিন আমার পাশে বসে কথা বলে গেল এইটুকুই আমার ব্যথা হচ্ছে পেইনটা বেশি হয় মাঝে সাঝে। তারপর আমি বললাম, নেক্সট পরিচর্যাটা কী- তো ও বলল, আরেকটা ইনজেকশন দেওয়ার চান্স থাকতে পারে হয়তো বা। বাট আমার আসলে এইভাবেই যাবে। ভালো কিছু হবে না। এইভাবে আমাকে ম্যানেজ করে... রেগুলার অনেক পেইন হয়। এটাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা