× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেন ফুটবলের দিকে আঙুল তুললেন পুতেলাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৭ পিএম

স্পেন ফুটবলের দিকে আঙুল তুললেন পুতেলাস

তাড়াহুড়ো ছিল, স্পেনের নারী দলের কোচ মোনৎসে তোমের তড়িঘড়ি করার কারণও ছিল। সপ্তাহ না ঘুরতেই নেশন্স লিগের দুটি ম্যাচ। সেখানে ১৫ ফুটবলারকে ডেকেছেন তোমে। খটকাটা লেগেছে সেখানেই। প্রশ্ন তুলেছিলেন জেনি হারমাসো। এবার স্পেন ফুটবলের বিপক্ষে কড়া ভাষায় মন্তব্য করেছেন অ্যালেক্সিয়া পুতেলাস।

টানা দুইবারের ব্যালন ডি’অর জয়ীর মতে, স্পেনের ফেডারেশন ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে দেশও। সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের চুমুকাণ্ড এবং ফুটবলারদের বিমানের বদলে দীর্ঘ সময় বাসে ভ্রমণ করিয়ে কর্মকর্তাদের বিমানে চড়ার বিষয়েও আঙুল তুলেছেন, ‘কোন বিষয়ে জিরো টলারেন্স তা বিশ্ব দেখেছে। জিরো টলারেন্স যে বিষয়ে সেটা তারা দেখেননি। কারণ আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলতে পারিনি। যেহেতু আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটি কাজ করেনি।’

পুতেলাস বলেছেন, ‘যখন আমাদের প্রতিপক্ষ আরামে বিমানে ভ্রমণ করেছে, তখন ৬-৭ ঘন্টা বাসে ভ্রমণ করেছি। বিমানে ভ্রমণের জন্য রাত ৩টায় ঘুম থেকে উঠতে হয়েছে। এলিট অ্যাথলেটদের জন্য ব্যাপারটা মোটেও সুখকর না। আপনি হয়তো এটি মাত্র দেখছেন, কিন্তু এ প্রক্রিয়া বিগত কয়েক বছর ধরে চলে আসছে।’

রুবিয়ালেসের চুমুকাণ্ডের পর খেলোয়াড়দের ধর্মঘটের কারণে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ‘তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী’ পরিবর্তন গ্রহণ করবে বলে প্রতিজ্ঞা করেছে। তবে খেলোয়াড়দের দাবি ছিল, পুরো ফেডারেশনকে ঢেলে সাজাতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা