এশিয়ান গেমস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম
ভারতের কাছে হারের পর সোনার পদক জেতার স্বপ্ন ভেস্তে গিয়েছিল আগেই। শেষ সুযোগ ছিল ব্রোঞ্জ জেতার। সেটাই কাজে লাগিয়েছে বাংলাদেশের মেয়েরা। হাংজুতে পাকিস্তানকে ৬৪ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবারের এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম পদক।
২০১৪ সালের পর এশিয়ান গেমসে কোনো পদক পেয়েছে মেয়েদের ক্রিকেট দল। ওই বছর ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদেরকে হারিয়ে ব্রোঞ্জ জিতল টিম টাইগার্স।
হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট খুইয়ে জয় তুলে নেয় লাল-সবুজের দল।
সহজ লক্ষ্য তাড়ায় শামীমা সুলতানা ও সাথী রানীর টিম টাইগ্রেসদের ওপেনিং জুটিতে ২৭ রান আসে। জুটি ভাঙে পঞ্চম ওভারে। ১৩ রান করেন শামীমা। সাথীও একই রান করে বিদায় নেন। নাশরা সান্ধুর বলে অধিনায়ক জ্যোতি দুই রানে এবং সোবহানা মোস্তারি ৫ রানে আউট হন। পরে ঋতু মনিকে নিয়ে হাল ধরেন স্বর্ণা আক্তার। জয় থেকে ৮ রান দূরে থাকতেই ৭ রানে করে আউট হন ঋতু। এরপর স্বর্ণা ও সুলতানা খাতুন ব্যাট থেকে জয় আসে বাংলাদেশের।