প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৬ পিএম
শ্রেয়াস-শুভমন এনে দিয়েছিলেন প্ল্যাটফর্ম। দুই সেঞ্চুরিয়ানের গড়া ইনিংসের পালে জোর হাওয়া জুড়েছিলেন কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতও তাতে পায় ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ। ইনিংসের শেষটায় চার-ছক্কায় নিজের স্টাইলে রাঙিয়ে সূর্যকুমার যাদবও গড়ে বসেছেন একাধিক রেকর্ড।
আরও পড়ুন - বিশ্বকাপে সেরাটা দিতে চান শাহিন আফ্রিদি
বিশ্বকাপের আগে অফ ফর্মে থাকা সূর্যর নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছিল, ব্যাটিং স্টাইল কিংবা রান না পাওয়া নিয়েও ছিল জিজ্ঞাসা। কেউ কেউ বিশ্বকাপের দলে তাকে দেখেও বিস্মিত হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রাক-প্রস্তুতির হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন দ্য স্কাই খ্যাত সূর্য।
ছয়টি করে চার-ছক্কায় গড়া ৩৭ বলে ৭২ রানের ইনিংসে সূর্য ছাপিয়ে গেছেন বিরাট কোহলিকে। অজিদের বিপক্ষে তার ২৪ বলের অর্ধশতকটি এখন সবচেয়ে কম বলের। ভারতের হয়ে অবশ্য এটি ষষ্ঠ দ্রুততম ফিফটি।
ফুলঝুরি ছোটানো সূর্য এদিন এক ওভারে গ্রিনকে চারবার সীমানার ওপর আছড়ে ফেলে গড়েছেন আরেকটি রেকর্ড। ওয়ানডেতে ওভারে চারটি ছক্কা হাঁকানোর কীর্তি ভারতের হয়ে আছে শুধু রোহিত ও জহির খানের।