প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৩ এএম
আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিটদের কাতারে রাখছেন সাবেক ক্রিকেটারের অনেকেই। ১০ দলের বিশ্বকাপে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে বাবর আজমের দলকে।
অবশ্য এশিয়া কাপে দলটির ভরাডুবির পর সেই চিত্রটা পাল্টেছে। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং তো বলেই দিয়েছেন তার দৃষ্টিতে ওয়ানডেতে সাদামাটা পাকিস্তান। এমনকি বিশ্বকাপের সেমিফাইনালেও বাবরদের জায়গা দেখেন না তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘সেমিফাইনালের একটা জায়গার জন্য অনেকেই বলছেন পাকিস্তানের নাম। কিন্তু ৫০ ওভারের সংস্করণে তারা সাদামাটা দল।
তারা শুধু টি-টোয়েন্টি ভালো খেলে। সেমিফাইনালিস্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার পছন্দ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড- এরাই আমার চার সেমিফাইনালিস্ট।’
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সে ম্যাচ নিয়েও নিজের মতামত জানিয়েছেন হরভজন, ‘আশা করছি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে দল ম্যাচটি জিতবে, সেই দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট। সেমিফাইনালে ওঠার জন্য বড় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, সেমিফাইনালের দৌড়ে আছে ভারত ও ইংল্যান্ড।’