প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২০ পিএম
ভারত বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন দুজনই। প্রস্তুতি আর নিতে পারলেন কই। উল্টো স্বপ্নের বিশ্বকাপ দল থেকে ছিটকে যেতে হলো দক্ষিণ আফ্রিকার দুই পেসার অ্যানরিখ নরকিয়া ও সিসান্ডা মাগালার।
চোটের কারণে ভারত বিশ্বকাপের বিমানে চড়া হচ্ছে না এই দুজনের; বিষয়টি জানিয়েছেন প্রোটিয়া কোচ রব ওয়াল্টার। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন লিজাদ উইলিয়ামসন ও অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো।
এ দুই পেসারের না থাকা নিয়ে ওয়াল্টার বলেন, ‘অ্যনরিখ ও সিসান্দার ৫০ ওভারের বিশ্বকাপে না থাকতে পারা অত্যন্ত হতাশাজনক। দুজনই মানসম্পন্ন খেলোয়াড়, যারা প্রোটিয়াদের জন্য অপরিসীম। আমরা তাদের সহানুভূতি জানাই। তাদের ফিরে আসার জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখব আমরা।’
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াদের নিয়ে ওয়াল্টার বলেন, ‘বিশ্বমঞ্চে অ্যান্ডিল ও লিজাদের জন্য একটি সুযোগ। দুই খেলোয়াড়ই আমাদের শীতকালীন কর্মসূচির অংশ ছিলেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সাদা বলের সিরিজে দলে ছিলেন। তারা তাদের দক্ষতা দেখিয়েছেন। আমরা তাদের এই বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে রাখতে পেরে উত্তেজিত।’