প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৪ পিএম
চোটের কারণে আগের ম্যাচে মিয়ামির হয়ে মাঠে নামতে পারেননি মেসি। তার দল আটলান্টার বিপক্ষে হারে ৫-২ গোলে। বৃহস্পতিবার তাই টরন্টোর বিপক্ষে শুরু থেকেই একাদশে ছিলেন মেসি। অবশ্য খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
আরও পড়ুন - সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে হারল বাংলাদেশ
মিয়ামির ৪-০ গোলের জয়ের দিনে চোট নিয়ে ম্যাচের ৩৭ মিনিটের সময় মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। তাতেই আগামী ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন ফাইনালে মেসির থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এদিন মেসির আগে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে জর্দি আলবাকেও। অবশ্য এ দুই তারকার অভাব বুঝতে দেননি বাকিরা। প্রথমার্ধেই যোগ করা সময়ে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন তরুণ ফাকুন্দো ফ্যারিয়াস। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৪ মিনিটে একাধিক রক্ষণকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন মেসির বদলি নামা টেলর।
মিয়ামির পরের দুই গোলেও অবদান ছিল তার। ৭০ মিনিটে সতীর্থ বেঞ্জামিন ক্রামসিকে দিয়ে করান গোল। এরপর ম্যাচের ৮৬ মিনিটে জোরালো শটে বল জালে জড়িয়ে জোড়া গোল আদায় করে নেন টেলর। ৪-০ গোলের জয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
ম্যাচে দাপুটে জয় পেলেও মিয়ামিকে দুশ্চিন্তায় ফেলেছে মেসি-আলবার চোট। মিয়ামির পরের ম্যাচে তো সম্ভবই নয়; ইউএস ওপেনের ফাইনালেও এ দুই তারকাকে পাওয়া নিয়েও চিন্তায় দলটির কোচ টাটা মার্টিনো, ‘মেসি ও আলবাকে পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকের প্রতিবেদন দেখতে হবে। তারা যা বলবেন, সেসবের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, অবশ্যই রবিবারে তাদের খেলার কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয়, এটা বড় কিছু নয়। শুধু ক্লান্তির কারণে হতে পারে। মাংসপেশিতে কোনো চোট পেয়েছে বলে মনে হয়নি।’