প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৮ পিএম
জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেটা না হলেও অন্তত ড্রয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিল লাল-সবুজ প্রতিনিধিদের সামনে। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আরকি!
আরও পড়ুন - বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
শেষদিকের পেনাল্টি গোলে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। জয় তো দূরে থাক, ড্র দিয়ে এশিয়ান গেমসে নিজেদের মিশন শুরুর স্বপ্ন শেষ হয়ে যায় রেফারির পেনাল্টির সিদ্ধান্তে। শেষমেশ ভারতের কাছে ১-০ গোলের হারের হতাশা নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের ফুটবলাররা।
আগের ম্যাচে চীনের কাছে ১-৫ গোলে হার মানায় বেশ চাপেই ছিল ভারত। সেটা স্পষ্ট ছিল ভারতের খেলায়। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ঠিকঠাক সংঘবদ্ধ আক্রমণ চালাতে যেন পারছিলেন না সুনীলরা। গতিতে প্রায়ই ভারতের ফুটবলারদের ধরাশায়ী করেছেন বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু দুদলের ফুটবলাররাই গোলপোস্টের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন। যে কারণে দেখা দিচ্ছিল না গোল।
প্রথমার্ধের শেষদিকে গোলের ভালো সুযোগ তৈরি করেছিল ভারত। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বল পেয়ে যান বক্সের ভেতরে থাকা সুনীল। তার ডান পায়ের জোরালো শট রুখে দেন মিতুল। ফিরতি বলে শট মারেন রাহুল কেপি। সেই শটও সেভ করেন মিতুল। ফিরতি বলে গোল করার তৃতীয় সুযোগ পায় ভারত। এবারও মিরান্ডার মাথা ছোঁয়া বল ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলকিপার। ফলে গোলশূন্য সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুদল।
বিরতির পর গোল করার জন্য আরও মরিয়া হয়ে খেলতে থাকে ভারত। প্রতিপক্ষ আক্রমণ চালিয়ে ওপরে উঠায় পাল্টা আক্রমণের সুযোগ পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কোনো সুযোগই দেশের ছেলেরা কাজে লাগাতে পারেননি। ভারতের গোলপোস্টে সন্দেশ জিঙ্ঘন সামনে থেকে নেতৃত্ব দিয়ে রক্ষণের দুর্ভেদ্য দেয়াল তৈরি করে বাংলাদেশের সব আক্রমণ প্রতিহত করেন। ৬৪ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক থেকে মিরান্ডার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের বয়স যত বাড়ছিল ভারতের ওপর চাপ যেন তত বেড়ে যাচ্ছিল। সুনীলরা ভালো করেই জানতেন, এই ম্যাচ হারলে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়ে যাবে। এ কারণে গোলের জন্য হন্যে হয়ে খেলতে থাকেন। ৭৭ মিনিটের মাথায় ভারতের জালে বল জড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য দেশের ছেলেদের। ভারতকে এ যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক। ৮৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগটাই ঠিকঠাক কাজে লাগায় ভারত। নির্ভুল নিশানায় গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল ছেত্রী। এগিয়ে যায় ভারত।
গোল হজম করে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে সমতায় ফেরার চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তারা। কিন্তু গোল শোধ করতে পারেননি লাল-সবুজ জার্সিধারীরা। হারের তেতো স্বাদ হজম করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট ভারতের। চীন ও মিয়ানমারের পয়েন্টও ৩।