প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯ পিএম
টিম সাউদিকে নিয়ে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই বাস্তব হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছিল, বিশ্রামের পর ঠিক হয়ে উঠবেন অভিজ্ঞ পেসার। কিন্তু সেখানেই বাদ সেধেছে বুড়ো আঙুলের চোট। অবস্থা এতটাই বাজে দিকে যে সাউদির হাতে অস্ত্রোপচার করানো হবে।
আরও পড়ুন - ফের শ্রীধরনের শরণাপন্ন বাংলাদেশ
আসলে কোনোভাবেই অভিজ্ঞ পেসারকে দেশে রেখে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চাচ্ছে না কিউইরা। ৩৪ বর্ষী তারকাকে নিয়ে অনিশ্চয়তা জাগলেও তাকে পাওয়া যাবে বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ খেলে দেশে ফিরে বিশ্রাম নিয়ে ভারতের বিমান ধরার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। স্লিপে জো রুটের ক্যাচ নিতে গিয়ে ভেঙে যায় তার বুড়ো আঙুল।
সাউদির চোট নিয়ে কিউইদের কোচ গ্যারি স্টেড বলেন, ‘তাকে পর্যবেক্ষণ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে অস্ত্রোপচারই সাউদির পক্ষে ভালো। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি হবে আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর। তাকে সেখানে পেতে এটাই হবে যৌক্তিক লক্ষ্য। টিম স্পষ্টতই আমাদের দলের একজন অত্যন্ত অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমরা তাকে এই বিশ্বকাপ অভিযানের অংশ হওয়ার প্রতিটি সুযোগ দিতে চাই।’