প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৮ পিএম
মিরপুরে প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল লিটন দাস-ফার্গুসনদের। খেললও তারা। তবে খেলাটা শেষ করতে পারলেন না মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদরা। প্রকৃতি খেলতে দিল না ফিন অ্যালেন-হেনরি নিকোলসদেরও। বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। দুদলের লড়াইয়ের মাঝে দু-দুবার হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় প্রথমবার ম্যাচের সময় নষ্ট হয় প্রায় দুই ঘণ্টা। দ্বিতীয়বার সময় অপচয় হয় এক ঘণ্টা ৪৫ মিনিট। ভারী বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। মাঠের আউট ফিল্ডও ছিল খেলার অনুপযুক্ত। যে কারণে ম্যাচ বাতিল করতে বাধ্য হন মাঠের আম্পায়াররা।
৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৩৬ রান তুলতেই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হানা দিয়ে বসে বৃষ্টি। মাঝে বৃষ্টি থামলে ৬টা ৫৭ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্ত বৃষ্টি ম্যাচের পিছু না ছাড়ায় খেলা আর শুরু হয়নি। শুরুতে ম্যাচের ওভার কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। ২০ ওভারের খেলা শুরুর জন্য রাত ৯টা ৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু বৃষ্টির কারণে তার আগেই পণ্ড হয়ে যায় খেলা।
দাপুটে বোলিং করেন মুস্তাফিজুর রহমান। একাই শিকার করেন ৩ উইকেট। বাংলাদেশের তারকা এ পেসার ফিরিয়ে দেন হেনরি নিকোলসকে। ৪৪ রান নিয়ে সাজঘরের পথ ধরেছেন এ কিউই ব্যাটার। বৃষ্টির পর খেলা শুরু হতেই দুরন্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। পেস ঝড় তুলে কিউইদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা হানেন তিনি। তারকা এ পেসার ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। তার ব্যাট থেকে নিউজিল্যান্ড পেয়েছে মাত্র ৯ রান। অ্যালেন ফেরার পর চাড বোয়েসকেও আউট করেছেন মুস্তাফিজ।