প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম
মুস্তাফিজের পর এবার উইকেট নিলেন নাসুম আহমেদ। স্পিন জাদু দেখিয়ে নাসুম ফিরিয়ে দিলেন ফিফটি হাঁকানো ওপেনার উইল ইয়াং। ইয়াং ফেরার আগে খেলেন ৫৮ রানের ধৈর্যশীল এক ইনিংস। পরে নাসুমের ভেলকিতে ধরাশায়ী হয়েছেন রাচিন রবীন্দ্র। পাঁচ উইকেট হারিয়ে একটু চাপেই রয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড।
নিকোলসকে ফেরালেন মুস্তাফিজ
দাপুটে বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তারই ধারাবাহিকতায় ফের কিউইদের ব্যাটিং লাইন আপে আঘাত করলেন বাংলাদেশের তারকা এ পেসার। ফিরিয়ে দিলেন হেনরি নিকোলসকে। ৪৪ রান নিয়ে সাজঘরের পথ ধরেছেন এ কিউই ব্যাটার। তবে শুরুর চাপ সামলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড।
অ্যালেনের পর বোয়েসও মুস্তাফিজের শিকার
বৃষ্টির পর খেলা শুরু হতেই দুরন্ত বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পেস ঝড় তুলে কিউইদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা হানেন তিনি। তারকা এ পেসার ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। তার ব্যাট থেকে নিউজিল্যান্ড পেয়েছে মাত্র ৯ রান। অ্যালেন ফেরার পর চাড বোয়েসকেও আউট করেছেন মুস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলে চাপে রয়েছে সফরকারীরা।
আরও পড়ুন - কমল ম্যাচের পরিধি, খেলা শুরু সাড়ে চারটায়
ম্যাচের পঞ্চম ওভারে শুরু হয় বৃষ্টি। পরে দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে কমে আসে ম্যাচের পরিধি। ম্যাচ নেমে আছে ৪২ ওভারে। নতুন করে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু হয়েছে সাড়ে চারটায়।
ম্যাচের পরিধি কমে আসায় পাওয়ার প্লেতেও এসেছে পরিবর্তন। প্রথম পাওয়ার প্লে ১০ ওভারের পরিবর্তে হবে ৯ ওভারে। দ্বিতীয় পাওয়ার প্লে হবে ১০ থেকে ৩৪ ওভারের মাঝের সময়। ৩৫ থেকে ৪২ পর্যন্ত হবে তৃতীয় পাওয়ার প্লে। সর্বোচ্চ দুই বোলার ৯ ওভার বল করতে পারবেন। বাকি তিন বোলার বল করতে পারবেন ৮ ওভার।