× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসুমের জোড়া আঘাত, সাজঘরে ইয়াং-রাচিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম

নাসুমের জোড়া আঘাত, সাজঘরে ইয়াং-রাচিন

মুস্তাফিজের পর এবার উইকেট নিলেন নাসুম আহমেদ। স্পিন জাদু দেখিয়ে নাসুম ফিরিয়ে দিলেন ফিফটি হাঁকানো ওপেনার উইল ইয়াং। ইয়াং ফেরার আগে খেলেন ৫৮ রানের ধৈর্যশীল এক ইনিংস। পরে নাসুমের ভেলকিতে ধরাশায়ী হয়েছেন রাচিন রবীন্দ্র। পাঁচ উইকেট হারিয়ে একটু চাপেই রয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড।


নিকোলসকে ফেরালেন মুস্তাফিজ

দাপুটে বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তারই ধারাবাহিকতায় ফের কিউইদের ব্যাটিং লাইন আপে আঘাত করলেন বাংলাদেশের তারকা এ পেসার। ফিরিয়ে দিলেন হেনরি নিকোলসকে। ৪৪ রান নিয়ে সাজঘরের পথ ধরেছেন এ কিউই ব্যাটার। তবে শুরুর চাপ সামলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড।


অ্যালেনের পর বোয়েসও মুস্তাফিজের শিকার

বৃষ্টির পর খেলা শুরু হতেই দুরন্ত বোলিং করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পেস ঝড় তুলে কিউইদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা হানেন তিনি। তারকা এ পেসার ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। তার ব্যাট থেকে নিউজিল্যান্ড পেয়েছে মাত্র ৯ রান। অ্যালেন ফেরার পর চাড বোয়েসকেও আউট করেছেন মুস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলে চাপে রয়েছে সফরকারীরা।

আরও পড়ুন - কমল ম্যাচের পরিধি, খেলা শুরু সাড়ে চারটায়

ম্যাচের পঞ্চম ওভারে শুরু হয় বৃষ্টি। পরে দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে কমে আসে ম্যাচের পরিধি। ম্যাচ নেমে আছে ৪২ ওভারে। নতুন করে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু হয়েছে সাড়ে চারটায়।

ম্যাচের পরিধি কমে আসায় পাওয়ার প্লেতেও এসেছে পরিবর্তন। প্রথম পাওয়ার প্লে ১০ ওভারের পরিবর্তে হবে ৯ ওভারে। দ্বিতীয় পাওয়ার প্লে হবে ১০ থেকে ৩৪ ওভারের মাঝের সময়। ৩৫ থেকে ৪২ পর্যন্ত হবে তৃতীয় পাওয়ার প্লে। সর্বোচ্চ দুই বোলার ৯ ওভার বল করতে পারবেন। বাকি তিন বোলার বল করতে পারবেন ৮ ওভার।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছে প্রায় নিখুঁত। দুই ওপেনার ফিন অ্যালেন আর উইল ইয়াং শুরুর প্রায় পাঁচটা ওভার কাটিয়ে দিয়েছেন কোনো বিঘ্ন ছাড়াই। নিউজিল্যান্ড ৪.৩ ওভার খেলে ৯ রান তুলতেই হানা দেয় বৃষ্টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। এ ছাড়াও দীর্ঘদিন পর সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও ফিরেছেন একাদশে।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে আছেন ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্টদের মতো ক্রিকেটাররা। এ ছাড়াও বিশ্বকাপ দলে থাকা হেনরি নিকোলসও খেলবেন আজকের ম্যাচে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাদ বোউস, হেনরি নিকোলস, টম বুন্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা