প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম
ম্যাচের পঞ্চম ওভারে শুরু হয় বৃষ্টি। পরে দীর্ঘক্ষণ পর বৃষ্টি থামলে কমে আসে ম্যাচের পরিধি। ম্যাচে নেমে আছে ৪২ ওভারে। সব ঠিক থাকলে আর এর মধ্যে নতুন করে বৃষ্টি না হলে খেলা শুরু হবে সাড়ে চারটায়।
ম্যাচের পরিধি কমে আসায় পাওয়ার প্লেতেও এসেছে পরিবর্তন। প্রথম পাওয়ার প্লে ১০ ওভারের পরিবর্তে হবে ৯ ওভারে। দ্বিতীয় পাওয়ার প্লে হবে ১০ থেকে ৩৪ ওভারের মাঝের সময়। ৩৫ থেকে ৪২ পর্যন্ত হবে তৃতীয় পাওয়ার প্লে। সর্বোচ্চ দুই বোলার ৯ ওভার বল করতে পারবেন। বাকি তিন বোলার বল করতে পারবেন ৮ ওভার।
এর আগে, বৃষ্টির শঙ্কা শুরু থেকেই ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। অন্তত বিকেল পাঁচটা পর্যন্ত তো বটেই। তবে সকাল থেকে ঢাকার আকাশে রোদের হাসি আভাস দিচ্ছিল কোনো বাঁধা ছাড়াই ম্যাচ হওয়ার।
টস আর ম্যাচ শুরুর মাঝামাঝিতে ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। তবে তাতে ম্যাচে কোনো বাঁধা আসেনি। যথা সময়েই ম্যাচ গড়িয়েছে মাঠে। তবে পরে ফের মুষল ধারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছে প্রায় নিখুঁত। দুই ওপেনার ফিন অ্যালেন আর উইল ইয়াং শুরুর প্রায় পাঁচটা ওভার কাটিয়ে দিয়েছেন কোনো বিঘ্ন ছাড়াই। নিউজিল্যান্ড ৪.৩ ওভার খেলে তুলেছে ৯ রান।