প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। মেয়াদ শেষের পর তার সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। বছর না ঘুরতেই আবার শ্রীধরন শ্রীরামের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাকে টেকনিক্যাল কনসালট্যান্ট পদে ফেরানো হয়েছে।
চলমান নিউজিল্যান্ড সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। গোয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। সেখানেই দলের সঙ্গে যোগ দিবেন শ্রীধরন। পুরো বিশ্বকাপে তাকে পাওয়া যাবে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে।
বাংলাদেশের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ৮ ওয়ানডে খেলছেন শ্রীধরন শ্রীরাম। জাতীয় দল ক্যারিয়ার লম্বা না হলেও ১৮ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে পরে আইপিএলের বিভিন্ন দলের সঙ্গেও কাজ করেছেন শ্রীধরন।