প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৪ পিএম
ম্যাচের পঞ্চম ওভার চলছে তখন। তীব্র বাতাস এসে বাগড়া দিল প্রথমে। সীমানার বাইরে প্ল্যাকার্ড উড়িয়ে ফেলল, ক্যামেরাপার্সনদের ছাতা উড়ল। মাঠের খেলা অবশ্য বন্ধ হয়নি তখনও, বল হলো আরও একটা। বৃষ্টির বাগড়া এল তখনই। তারপর খেলা গেল বন্ধ হয়ে।
বৃষ্টির শঙ্কা শুরু থেকেই ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। অন্তত বিকেল পাঁচটা পর্যন্ত তো বটেই। তবে সকাল থেকে ঢাকার আকাশে রোদের হাসি আভাস দিচ্ছিল কোনো বাঁধা ছাড়াই ম্যাচ হওয়ার।
টস আর ম্যাচ শুরুর মাঝামাঝিতে ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল। তবে তাতে ম্যাচে কোনো বাঁধা আসেনি। যথা সময়েই ম্যাচ গড়িয়েছে মাঠে। তবে এবারের বৃষ্টিতে খেলা গেল একেবারে বন্ধ হয়েই।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছে প্রায় নিখুঁত। দুই ওপেনার ফিন অ্যালেন আর উইল ইয়াং শুরুর প্রায় পাঁচটা ওভার কাটিয়ে দিয়েছেন কোনো বিঘ্ন ছাড়াই। নিউজিল্যান্ড ৪.৩ ওভার খেলে তুলেছে ৯ রান।