প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম
বৃষ্টির আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে টস। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসের পর নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াবে না। টসের পর পর নামা বৃষ্টির কারণে খেলা শুরুতে হবে বিলম্ব।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। এ ছাড়াও দীর্ঘদিন পর সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানও ফিরেছেন একাদশে।
অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে আছেন ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্টদের মতো ক্রিকেটাররা। এ ছাড়াও বিশ্বকাপ দলে থাকা হেনরি নিকোলসও খেলবেন আজকের ম্যাচে।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মাহেদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাদ বোউস, হেনরি নিকোলস, টম বুন্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।