প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৮ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৯ এএম
এশিয়া কাপের ফাইনালে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। গতি আর সুইংয়ের অনন্য মিশেলে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুটিয়ে দিতে ভারতের তারকা এ পেসার রাখেন অগ্রণী ভূমিকা। তার এ দুরন্ত পারফরম্যান্সে ভারত জেতে রেকর্ড অষ্টম এশিয়া ট্রফি।
আরও পড়ুন : বৃষ্টিতে পণ্ড অনুশীলন
আর সিরাজ হন ফাইনালের সেরা খেলোয়াড়। লঙ্কান বোলিং লাইন-আপ পেস ঝড়ে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়ে পেলেন আর একটি পুরস্কার। সিরাজ উঠে গেছেন আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
সিরাজের আগে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় রাজত্ব করেছেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ান এ পেসারকে টপকে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় এ পেসার।
এবারের এশিয়া কাপ দারুণ কেটেছে মোহাম্মদ সিরাজের। পুরো টুর্নামেন্টে ১২.২ গড়ে শিকার করেছেন তিনি ১০ উইকেট। তার মধ্যে ফাইনালেই ২১ রান খরচায় পান ৬ উইকেট।
এমন নৈপুণ্যই র্যাঙ্কিংয়ে তাকে বড় লাফ দিতে সহায়তা করেছে। আটে থেকে সিরাজ ছাড়িয়ে গেছেন সবাইকে। তার কীর্তিতে হ্যাজলউডের সঙ্গে পিছিয়ে গেছেন ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্করা।