প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম
সামনে বিপিএলের নতুন আসর। নতুন মিশনকে সামনে রেখে নতুন করে দল গড়ছে ফরচুন বরিশাল। লক্ষ্য তাদের একটাই- শিরোপা জয়। আসরে সেরা হওয়ার লক্ষ্য নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে নতুন ক্যাপ্টেন তামিম ইকবালকে।
আরও পড়ুন - বাংলাদেশের স্পিনে সতর্ক নিউজিল্যান্ড
তার পথ ধরে এবার দলে যোগ দিলেন নতুন কোচ। তিনি আর কেউ নন ক্রিকেট দুনিয়ার পরিচিত এক মুখ। বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। তার কাঁধেই দলের দায়িত্ব তুলে দিয়েছে বরিশাল। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছে দলটি।
ডেভ হোয়াটমোর বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে ছিলেন ২০০৩-২০০৭ সাল পর্যন্ত। পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নেপালেও কাজ করেছেন তিনি। হোয়াটমোর তারকাসমৃদ্ধ এক দলই পাচ্ছেন বরিশালে। মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক বিজয়কে আগেই রেখে দিয়েছে ফরচুন বরিশাল।
তাদের সঙ্গে দলের তারকা দ্যুতি বাড়াতে থাকছেন পাকিস্তানের দুই স্টার ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। তাদের সঙ্গী হচ্ছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের উদীয়মান পেসার আব্বাস আফ্রিদি।