প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:২০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪১ পিএম
শেষ দুইবার বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে জয়ের দেখা পায়নি নিউজিল্যান্ড। প্রতিবারই খেই হারায় স্পিন আক্রমণে। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে নিউজিল্যান্ড তাই বাড়তি সতর্ক বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে।
আরও পড়ুন : ঢাকা সফরে আসছেন রোনালদিনহো!
অনুশীলনে দেখা গেছে, স্পিন নিয়ে তাদের বাড়তি সতর্কতা এবং অনুশীলন। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লকি ফার্গুসনও জানালেন, তাদের ব্যাটাররা প্রস্তুত। ব্যাটাররা স্পিনে পারদর্শী হয়ে উঠেছে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সফরে দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশও খেলবে দ্বিতীয় সারির দল নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় বিষয়টিকে সহজভাবেই নিচ্ছেন লকি ফার্গুসন। এই দল নিয়েই সিরিজে ভালো করার লক্ষ্য তার।
বলেন, ‘আমার মনে হয়, এটাই আন্তর্জাতিক ক্রিকেটে বৈশিষ্ট্য। গত কয়েক বছর ধরে দলগুলো যেভাবে খেলছে এটাই এখন স্বাভাবিক ঘটনা। বিশ্বকাপ সামনে রেখে কিছু ক্রিকেটারকে বিশ্রামে রাখা দরকার। এটা তাদের জন্য ভালো।’
বাংলাদেশে লক্ষ্য নিয়ে বলেন, ‘আমরা কালকের দিনে লক্ষ্য রেখেছি। পরের দুই দিনেও লক্ষ্য আছে। আপাতত আমরা বাংলাদেশে নিজেদের খেলার দিকে লক্ষ্য রাখব। এবং ম্যাচ জয়ের লক্ষ্য রাখছি।’
ম্যাচ জিততে নিউজিল্যান্ডের জন্য বড় ধাঁধা হতে পারে মিরপুর উইকেট। মিরপুরের উইকেট নিয়ে তার ধারণা নিয়েই এসেছেন ফার্গুসন।
বলেন, ‘ইংল্যান্ডে বসে কিছু হাইলাইটস দেখেছি। আমার মনে হয়েছে পেসারদের জন্য দারুণ উইকেট। যথেষ্ট আর্দ্রতা আছে। আমাদের সুইং করানোর মতো যথেষ্ট বোলার আছে। আশা করি কালকে সেটার সঠিক ব্যবহার করতে পারব।’
এদিকে ফার্গুসন নিজে প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে খেলতে। সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। বলেন, ‘আমি উপমহাদেশে খেলতে ভালোবাসি। এখানে খেলার চ্যালেঞ্জটা ভিন্ন।’
উইকেট নিয়েও আছে তার নিজস্ব ভাবনা। বলেন, ‘আমি মুখিয়ে আছি কালকের (আজ) উইকেট দেখার জন্য। শুধু কালকের না পুরো সিরিজের।’