× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ বিশ্বকাপের তিন ভেন্যু চূড়ান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৪ পিএম

২০২৪ বিশ্বকাপের তিন ভেন্যু চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে যুক্তরাষ্ট্র। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল, যা সামনে রেখে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভেন্যুগুলো হলোডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম ও নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

বিশ্বকাপ সামনে রেখে আগামী মাস থেকেই ঢেলে সাজানো হবে মাঠগুলোকে। বাড়ানো হবে আসনসংখ্যা। নাসাউ কাউন্টিতে ৩৪ হাজার আসনবিশিষ্ট একটি মডুলার স্টেডিয়াম নির্মাণের চুক্তি হয়েছে। এ ছাড়া নির্মাণ করা হবে মিডিয়া সেন্টারসহ প্রিমিয়াম সব সুযোগ সুবিধা।

বিষয়টি নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আইসিসি সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। অংশ নেবে ২০টি দল। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বকাপের গুরুত্ব রয়েছে। এই ভেন্যুগুলোতে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চে বার্তা দেওয়া যাবে। আমরা একাধিক সম্ভাব্য ভেন্যু দেখেছি এ দেশে। আয়োজকদের উদ্দীপনায় আমরা মোহিত।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বিশাল ফ্যানবেস বেড়েই চলেছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করার শক্তি রয়েছে এই খেলার। আমরা মডুলার স্টেডিয়াম সল্যুশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিশ্বমানের ক্রিকেট দেখাতে পারব; যারা কখনও আইসিসির ইভেন্ট আয়োজন করেনি। এই প্রযুক্তিতে আইসিসির লক্ষ্য মাঠের আকার-আয়তন বাড়ানো। যাতে পরবর্তীকালে অন্য স্পোর্টসেও এই স্টেডিয়ামগুলো ব্যবহার করা যায়। আশা করছি ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক সবাইকে চমকে দেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা